অনলাইন ডেস্ক, ২ জানুয়ারি।। নতুন বছরের শুরুতেই নয়া পালক যোগ হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুকুটে। জনপ্রিয়তায় দেশ তো বটেই বিদেশেরও বহু রাজনৈতিক নেতৃত্ব, রাষ্ট্রনায়কদের থেকেও এগিয়ে আছেন মোদি। কিন্তু এবার এক মার্কিন সংস্থার সমীক্ষায় উঠে এল নয়া তথ্য।
শনিবার একটি টুইট করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা রাজ্যসভার সাংসদ জেপি নাড্ডা। সেখানে তিনি লিখেছেন, ‘আমেরিকার মর্নিং কনসাল্ট নামের এক সংস্থার সমীক্ষায় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতার শিরোপা পেয়েছেন নরেন্দ্র মোদি। করোনা পরিস্থিতিতে তাঁর নেতৃত্বে দেশ যেভাবে সংকট কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে এটা তারই স্বীকৃতি।’
জানা গিয়েছে, জাপান, ব্রাজিল, আমেরিকা সহ বিশ্বের মোট ১৩টি দেশের রাষ্ট্রপ্রধানের উপর সমীক্ষা চালিয়েছিল এই সংস্থাটি। সেখানে ৫৫ শতাংশ ভোট পেয়ে তালিকার শীর্ষে আছেন নরেন্দ্র মোদি।