অনলাইন ডেস্ক, ২ জানুয়ারি।। ২০০৮ সালের ২৬ নভেম্বর তাজ প্যালেস হোটেল, ছত্রপতি শিবাজি টার্মিনাস-সহ মুম্বইয়ের একাধিক স্থানে জঙ্গি হামলার ঘটনার মাস্টারমাইন্ড জাকিউর রহমান লাকভিকে গ্রেফতার করা হল। শনিবার পাকিস্তানে তাকে গ্রেফতার করা হয়েছে।
জানা গিয়েছে, সন্ত্রাসে আর্থিক মদতের এক মামলার সূত্রে, এদিন তাকে লাহৌর থেকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, লাকভিকে ইতিমধ্যেই আন্তর্জাতিক জঙ্গি তকমা দিয়েছে রাষ্ট্রসংঘ। ভারতের দাবি, ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বই হামলার মূল পরিকল্পনা করেছিল লকভিই।
এছাড়াও সন্ত্রাসে মদত দেওয়ার আরও বহু অভিযোগ আছে তার বিরুদ্ধে। রাষ্ট্রসঙ্গের এফএটিএফ এর ধূসর তালিকায় আছে পাকিস্তান। ইমরান খানের দেশের বিরুদ্ধে অভিযোগ, তারা সন্ত্রাসে আর্থিক মদত দিচ্ছে ও সন্ত্রাসবাদীদের সাহায্য করছে। মনে করা হচ্ছে এই আন্তর্জাতিক চাপেই আর্থিক দূর্নীতির মামলায় লাকভিকে গ্রাফতার করেছে পাকিস্তান।