তিন তালাকের মামলা স্বামী একা অভিযুক্ত হতে পারেন, শাশুরি কিংবা অন্য কোনও আত্মীয় এই অভিযোগে অভিযুক্ত হতে পারে না : সর্বোচ্চ আদালত

অনলাইন ডেস্ক, ২ জানুয়ারি।। কেবল মাত্র স্বামীর বিরুদ্ধেই তিন তালাকের অভিযোগ আনা যাবে। এদিন অন্য একটি মামলার রায় ঘোষণা করতে গিয়ে এদিন একথা বলে দেশের সর্বোচ্চ আদালত। তবে এই মামলায় অভিযুক্তর অগ্রিম জামিন মঞ্জুরেও কোনও বাধা নেই বলেই জানিয়েছে শীর্ষ আদালত।

এদিন বিচারপতি নিজের পর্যবেক্ষণে জানান, “সিআরপিসির ৪৩৮ ধারা এবং ৭(সি) ধারা অনুযায়ী আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, এই আইনে আগাম জামিন মঞ্জুর করার ক্ষেত্রে কোনও বাধা নেই।” আদালত আরও জানিয়েছে, তিন তালাকের মামলা স্বামী একা অভিযুক্ত হতে পারেন। শাশুরি কিংবা অন্য কোনও আত্মীয় এই অভিযোগে অভিযুক্ত হতে পারে না।

২০১৯ সালের আগস্ট মাসে সংসদে ‘তিন তালাক’ আইন পাস করে কেন্দ্রীয় সরকার। যার ফলে মৌখিকভাবে মুসলিম মহিলাদের তালাক দেওয়া বিবাহ বিচ্ছেদের রীতিতে ইতি ঘটেছে। ভারতে মুসলিম মহিলাদের তিন তালাক দেওয়া এখন শাস্তিযোগ্য অপরাধ। গত দু’বছর ধরে এই অপরাধের একাধিক ঘটনা সামনে এসেছে।

উল্লেখ্য, গত বছর আগস্ট মাসে কেরলে তিন তালাকের একটি অভিযোগ দায়ের করেন এক মহিলা। স্বামীর পাশাপাশি শাশুড়ির বিরুদ্ধেও অভিযোগ এনেছিলেন তিনি। অভিযোগ ছিল বধূ নির্যাতনেরও। এই অভিযোগের ভিত্তিতে কেরল হাই কোর্ট অগ্রিম জামিনের আবেদনও খারিজ করে দেয়। আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পালটা মামলা করেন ওই মহিলা।

রায়দানের সময় সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চের তরফে জানানো হয়, স্ত্রীর অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত স্বামীর তিন বছর পর্যন্ত জেল হতে পারে। তবে অভিযোগ দায়ের হলেই গ্রেপ্তারি বাধ্যতামূলক নয়। অভিযোগকারীর বয়ান শোনার পর অভিযুক্তকে অগ্রিম জামিন দিতে পারে আদালত। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?