অনলাইন ডেস্ক, ২ জানুয়ারি।। ইতিমধ্যেই ভারতে করোনার টিকাকরণের জন্য অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায় তৈরি সেরাম ইনস্টিটিউটের ‘কোভিশিল্ড’কে ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। খুব শীঘ্রই গোটা দেশে শুরু হতে চলেছে করোনার টিকাকরণ। প্রথম ছ’মাসে ৩০ কোটি মানুষকে টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।
কিন্তু এই বিষয়টি নিয়ে এবার কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে কটাক্ষ করলেন সমাজবাদী পার্টির নেতা তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। শনিবার তিনি বলেন, ‘বিজেপির ভ্যাকসিনকে আমরা বিশ্বাস করব কীভাবে’? একই সঙ্গে তাঁর প্রতিশ্রুতি, উত্তরপ্রদেশে ২০২২ এর বিধানসভা ভোটে সপা জিতলে সকলকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে।
যদিও এনিয়ে অখিলেশকে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন, এই মন্তব্য দুর্ভাগ্যজনক। উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য বলেছেন, ‘অখিলেশ দেশের বিজ্ঞানী ও চিকিৎসকদের অপমান করেছেন। তিনি যেমন।ভ্যাকসিনে বিশ্বাস করেন না তেমনই তাঁকে উত্তরপ্রদেশের মানুষ বিশ্বাস করেন না।’