রাজ্য সরকারকে সময় বেঁধে দিয়ে স্কুলে ফেরার হুমকি চাকুরীচ্যুত শিক্ষকদের

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১ জানুয়ারি৷৷ রাজধানী আগরতলা শহরের সিটি সেন্টারের সামনে আন্দোলনরত শিক্ষকরা রাজ্য সরকারকে আগামী ৫ জানুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়ে আরও বৃহত্তর আন্দোলনের পথে অগ্রসর হুঁশিয়ারি দিয়েছেন৷

আন্দোলনরত কর্মচারী সংগঠনের নেতৃবৃন্দ শুক্রবার সাংবাদিক সম্মেলনে জানান শিক্ষকদের শিক্ষক পদে পুনরায় নিযুক্ত করার জন্য রাজ্য সরকারকে তারা আগামী ৫ জানুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন৷

বেঁধে দেওয়া নির্ধারিত সময়ের মধ্যে রাজ্য সরকার তাদেরকে শিক্ষক পদে পুনরায় নিযুক্তি না দিলে তারা আগামী ৬ জানুয়ারি থেকে নিজ নিজ বিদ্যালয়ে কাজে যোগ দিতে যাবেন৷ কাজে যোগ দিতে গেলে তাদের সঙ্গে কোনো ধরনের অশালীন আচরণ করা হলে কিংবা কাজে যোগ দিতে না দিলে সংশ্লিষ্ট সুকলের প্রধান শিক্ষক সহ দায়িত্বপ্রাপ্ত এর বিরুদ্ধে তারা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।

এদিন আন্দোলনরত শিক্ষক নেতারা রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তরের বিরুদ্ধে রীতিমতো তোপ দেগেছেন৷ পূর্বতন বামফ্রন্ট সরকার যে ভুল করেছিল বর্তমান সরকার যদি সেই ভুলের পুনরাবৃত্তি করে তাহলে চাকরিচ্যুত শিক্ষকরা কোনোভবেই সরকারকে ছেড়ে দেবে না বলেও তারা হুঁশিয়ারি দিয়েছেন৷

সরকার তাদের দাবি না মানলে পরবর্তী সময়ে তারা যেকোনো ধরনের আন্দোলনে শামিল হতে বাধ্য হবেন বলে হুঁশয়ারি দেন৷ উল্লেখ্য গত ২৬ দিন ধরে চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা সিটি সেন্টারের সামনে গণবস্থান আন্দোলন চালিয়ে যাচ্ছেন৷

কিন্তু রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তরের তরফ থেকে আন্দোলনকারীদের কোন ধরনের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেওয়া হয়নি৷ সে কারণে বাধ্য হয়ে তারা বিকল্প পথে যাবার উদ্যোগ নিচ্ছেন বলে জানা গেছে৷

উল্লেখ্য চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের আন্দোলনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন স্থানে জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে তাদের নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি দিয়েছিল তারা ক্ষমতায় ফিরে আসলে চাকুরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করবে৷

সরকার ক্ষমতায় আসার পর চাকরিচ্যুত শিক্ষক-কর্মচারীদের বিষয়টি নিয়ে রীতিমতো নীরব দর্শকের ভূমিকা পালন করে চলেছে সরকার৷ রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব চাকরিচ্যুত শিক্ষকদের টানা আন্দোলনের ফলে তাদের সঙ্গে আলোচনায় মিলিত হয়েছিলেন৷ আলোচনাকালে রাজ্যের মুখ্যমন্ত্রী তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন দু’’মাসের মধ্যে তাদেরকে কর্মসংস্থানের সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা হবে৷

গত ডিসেম্বর মাসে রাজ্যের মুখ্যমন্ত্রীর দেওয়া নির্ধারিত সময়সীমা অতিক্রম হয়ে গেছে৷কিন্তু রাজ্য সরকার চাকুরিচ্যুত শিক্ষকদের পুনরায় নিযুক্তির বিষয়ে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি৷ ফলে বাধ্য হয়ে তারা আন্দোলনে শামিল হয়৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?