অনলাইন ডেস্ক, ২ জানানুযারী।। নতুন বছরকে স্বাগত জানাতে রণবীর কাপুরের পরিবারের সঙ্গে রণথম্ভোরে উড়ে গিয়েছিলেন হবু বউমা আলিয়া ভাট। আর সেখানে গিয়ে রণবীর কাপুর, আলিয়া ভাটের সঙ্গে দেখা গেল রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনকেও! রণবীর, আলিয়ার পাশে পোজ দিতেও দেখা গেল দীপিকা, রণবীর সিংকে। এই ছবি প্রকাশ্যে আসতেই ফের গুঞ্জন শুরু হয়ে যায়।
বলিউডের একাংশের প্রশ্ন উঠতে শুরু করে রণবীর, আলিয়া কি পরিকল্পনা করেই রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনের সঙ্গে রণথম্ভোরে বেড়াতে গিয়েছেন? যদিও রণবীর সিং স্পষ্টভাবে জানান, তাঁরা কোনও পরিকল্পনা করে একসঙ্গে বেড়াতে যানননি। বরং রণথম্ভোরে গিয়ে আচমকাই রণবীর, আলিয়াদের সঙ্গে তাঁদের দেখা হয়ে যায়। এরপরই তাঁরা একসঙ্গে পোজ দেন।
রণথম্ভোরে গিয়ে আলিয়া ভাট-রণবীর কাপুরকে শাহিন ভাট এবং সোনি রাজদানের সঙ্গে দেখা যায়। রণথম্ভোরের জঙ্গল সাফারিতে গিয়ে একই গাড়িতে দেখা যায় তাঁদের। এদিকে রণথম্ভোরে গিয়ে মায়ের সঙ্গে ছবি শেয়ার করতে দেখা যায় রিদ্ধিমা কাপুরকে। মায়ের সঙ্গে মেয়েকে কখনও পৃথক করা যায় না বলে নিজেদের ছবিতে ক্যাপশন দেন রিদ্ধিমা কাপুর।
প্রসঙ্গত, রণথম্ভোরে গিয়েই রণবীর কাপুর এবং আলিয়া ভাট বাগদান সেরে ফেলবেন বলে শোনা যাচ্ছিল। যদিও সেই জল্পনায় জল ঢেলে দেন রণধীর কাপুর। তিনি বলেন, এই মুহূর্তে রণবীর কাপুর এবং আলিয়া ভাটের বাগদানের কোনও সম্ভাবনা নেই।