অনলাইন ডেস্ক, ১ জানুয়ারি।। মানুষ কতবার প্রেমে পড়তে পারে? উত্তরে কেউ কেউ ‘একাধিকবার’ বললেও আরেকটি প্রশ্ন নিয়ে বিতর্ক চিরন্তন; মানুষ একসঙ্গে দুজনকে ভালোবাসতে পারে?
সমীক্ষা বলছে, বেশির ভাগ মানুষের মনেই লুকিয়ে থাকে অন্য আরেকজনের প্রতি টান। সেই টানে কেউ কেউ সম্পর্ক পর্যন্ত গড়ান, কেউ বা সমাজের ভয়ে থেমে যান। কিন্তু কেন এমন হয়? কী বলছে বিজ্ঞান?
মনোবিজ্ঞানের মতে, প্রত্যেকটি মানুষই পৃথক বৈশিষ্ট্যযুক্ত হন। একজন মানুষের মধ্যে সবটুকু পছন্দের বৈশিষ্ট্য যে মিলবে, এমন নয়। তাই ভালো লাগার কোনো গুণ বা স্বভাব থেকে প্রেম বা ভালোবাসার অনুভূতি দুজনের প্রতিই জন্মাতে পারে। পিটুইটারি গ্রন্থি ও ফিল গুড হরমোনরাই এর জন্য দায়ী।
মনোবিদদের মতে, ‘জন্মের শুরু থেকেই এক সঙ্গে দুজনকে অর্থাৎ মা-বাবাকে ভালোবাসে মানুষ। কাজেই একসঙ্গে দুজনকে ভালোবাসার ক্ষমতা তার জন্মগত। কিন্তু যখনই সম্পর্ক বা দাম্পত্যের কথা আসে, তখনই আমরা সতর্ক হয়ে যাই।’কিন্তু কেন এমন হয়? এর বড় কারণ সমাজ। যেখানে সব ইচ্ছা লুটিয়ে যায় মাটিতে। কিন্তু গোপন অভিসার অধিকাংশ ক্ষেত্রে থেমে থাকে না।