অনলাইন ডেস্ক, ২ জানুয়ারি।। ২০২১-এর প্রথম দিনেই চিনকে টপকে প্রথম স্থান দখল করল ভারত। ২০২১-এর ১ জানুয়ারি ভারতে ৬০ হাজার শিশুর জন্ম হয়েছে। শিশুর জন্মের প্রেক্ষিতেই চিনকে টপকে গিয়েছে ভারত। শনিবার এই তথ্য জানিয়েছে ইউনিসেফ। এই আন্তর্জাতিক সংস্থা জানিয়েছে, ২০২১-এর ১ জানুয়ারি গোটা বিশ্বে তিন লক্ষ ৭১ হাজার ৫০৪ টি শিশুর জন্ম হয়েছে।
যার মধ্যে ৫১ শতাংশ শিশুর জন্ম হয়েছে বিশ্বের ১০টি দেশে। সর্বাধিক ৬০ হাজার শিশু জন্মেছে ভারতে। দ্বিতীয় স্থানে থাকা চিনে এই সংখ্যা ৩৫৬১৫। নাইজেরিয়ায় ২১ হাজার ৮৩৯, পাকিস্তানে ১৪১৬০, ইন্দোনেশিয়ায় ১২৩৩৬, ইথিওপিয়ায় ১২০০৬ টি শিশুর জন্ম হয়েছে। এবার চিনকে টপকে গেলেও গত বছরের তুলনায় ভারতে সাত হাজার শিশু কম জন্মেছে। ২০২০-র ১ জানুয়ারি ভারতে ৬৭ হাজার ৩৮৫টি শিশুর জন্ম হয়েছিল।
এদেশে সর্বাধিক শিশু জন্ম নিলেও বেশিরভাগ শিশুই অপুষ্টি ও অনাহারে ভুগছে এমনটাই অভিযোগ। কম্প্রিহেনসিভ ন্যাশনাল নিউট্রিশনাল সার্ভে রিপোর্ট বলছে, ভারতে দু’বছর বয়স হয়নি এমন শিশুদের মধ্যে ৬.৪ শতাংশ অপুষ্টির শিকার। পাঁচ বছরের নিচে ৩৫ শতাংশ শিশুর বয়সের তুলনায় প্রয়োজনীয় বৃদ্ধি হয়নি। ১৭ শতাংশ শিশু দিনে একবার আধপেটা খেয়ে থাকে। এদেশে এখনও বেশিরভাগ শিশুই অনাহার, অপুষ্টি ও অবহেলায় ভুগছে।
ইউনিসেফের এক্সিকিউটিভ ডিরেক্টর হেনেরিটা ফোরে বলেছেন, আশা করি ২০২১- এ জন্মানো নবজাতকদের ভবিষ্যৎ সুন্দর হবে। প্রতিটি দেশের কাছে আমাদের অনুরোধ, শিশুর ভবিষ্যৎ উজ্জ্বল করে তুলতে প্রথম থেকেই যেন সচেষ্ট হয় সব দেশ। শিশুরা যেন পর্যাপ্ত পুষ্টিকর খাবার পায় ও উপযুক্ত চিকিৎসা পায় সে বিষয়টি নিশ্চিত করতে হবে।