অনলাইন ডেস্ক, ২ জানুয়ারি।। শুক্রবারই ভারতে করোনার টিকাকরণের জন্য ছাড়পত্র পেয়েছিল অক্সফোর্ড- অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায় সেরাম ইনস্টিটিউটের তৈরি ‘কোভিশিল্ড’। আর এবার ছাড়পত্র পেল ভারত বায়োটেকের করোনা টিকা ‘কোভ্যাক্সিন’।
সংবাদ সংস্থা সূত্রে খবর, ‘নিয়ন্ত্রিত জরুরি প্রয়োগ’এর জন্য শনিবার এই টিকায় ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তৈরি বিশেষজ্ঞ প্যানেল। যদিও, এখনও গণ টিকাকরণের জন্য ছাড়পত্র পায়নি ‘কোভ্যাক্সিন’। এই ছাড়পত্র দেবে ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ‘ড্রাগ কন্ট্রোল জেনারেল অব ইন্ডিয়া’ বা ডিসিজিআই।
উল্লেখ্য, কলকাতা-সহ দেশের ২৪টি স্থানে ইতিমধ্যেই ভারত বায়োটেকের করোনা টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই ২৩ হাজার স্বচ্ছাসেবককে এই টিকা দেওয়া হয়েছে। এই টিকার দুটি ডোজ নিয়েছেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমও। তিনি জানিয়েছেন, সম্পূর্ণ সুস্থ রয়েছেন তিনি।