অনলাইন ডেস্ক, ১ জানুয়ারী।। নতুন বছরেও পুরনো অবস্থানেই অনড় রইলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনা সংক্রমণ দেখিয়ে ‘ওয়ার্ক ভিসা’ ও ‘ইমিগ্রান্ট ভিসা’ সহ বেশকিছু ভিসার কাজ তিন মাসের জন্য স্থগিত রাখার নির্দেশ দিলেন ডোনাল্ড ট্রাম্প।
৩১ মার্চ পর্যন্ত এই ভিসা সংক্রান্ত সব কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ট্রাম্প।বৃহস্পতিবার এই সংক্রান্ত এক ঘোষণাপত্র প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে তিনি বলেছেন, কোভিডের কারণে গত জুন থেকে আমেরিকার পরিস্থিতি খুব খারাপ হয়েছে। বেড়েছে বেকারত্ব, স্বাস্থ্য পরিষেবাতেও এর প্রভাব পড়েছে। তাই দেশের সামগ্রিক পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ট্রাম্পের এই সিদ্ধান্তে সমস্যায় পড়বেন ভারতের তথ্য প্রযুক্তি কর্মীরা। মার্কিন মুলুকে গিয়ে কাজের জন্য যেসকল ভারতীয় কর্মী এইচ-১বি, এইচ-এবি-সহ বিভিন্ন অস্থায়ী ভিসার জন্য আবেদন জানিয়েছিলেন তাঁদের সমস্যা বাড়বে। প্রয়োজনে এই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়তে পারে বলেও জানিয়েছেন ট্রাম্প।