অনলাইন ডেস্ক, ১ জানুয়ারী।। রিলায়েন্স কর্তাকে টপকে এশিয়ার ধনী ব্যক্তির শিরোপা পেলেন এক জল বিক্রেতা! মুকেশ আম্বানিকে পিছনে ফেলে এশিয়ার ধনীতম ব্যক্তি হয়ে উঠলেন চিনের ঝং শানশান।চিনের বাজারে পানীয় জল বিক্রি করেন চিনের ঝং শানশান।
সেই তিনিই এখন এশিয়ার সব থেকে ধনী ব্যক্তি। তাঁর বার্ষিক আয় বেড়েছে ৭০.৯ বিলিয়ন ডলার। চিনের মিনারেল ওয়াটার বিক্রেতা ঝং শানশান-এর বার্ষিক আয় এখন ৭৭.৮ বিলিয়ন ডলার। এশিয়ায় সব থেকে বেশি সম্পদের হিসাবে তিনি এখন ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানিকেও পিছনে ফেলে দিলেন। মুকেশ আম্বানির সম্পদের আর্থিক মূল্য এখন ৭৬.৯ বিলিয়ন ডলার।
গত কয়েক মাসে রিলায়েন্সের-এর শেয়ারে ধ্বস-এর জন্য আম্বানি গোষ্ঠীর উপার্জনে প্রভাব পড়েছে।এদিকে ৬৬ বছর বয়সী ঝং শানশান চিনের বাইরে তেমনভাবে তিনি পরিচিত ছিলেন না। রাজনীতিতে যুক্ত ছিলেন না। বা কোনও ধনী ব্যবসায়ী পরিবারের ছত্রছায়ায়ও ছিলেন না। তিনি স্থানীয়ভাবে ‘লোন উল্ফ’ নামে পরিচিত ছিলেন। টিকা প্রস্তুতকারী ফার্ম ও জলের বোতল এই দু’টি ব্যবসায়িক ক্ষেত্র তাঁকে সাফল্য এনে দেয়।