অনলাইন ডেস্ক, ৩১ ডিসেম্বর।। অস্ট্রেলিয়ান ব্যাটার স্টিভেন স্মিথ ও ভারত অধিনায়ক বিরাট কোহলিকে টপকে আইসিসি টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। ২০১৫ সালের পর এই প্রথম শীর্ষে উঠলেন কিউই কাপ্তান। এ মাসে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে সিরিজে ক্যারিয়ার সেরা ২৫১ ও ১২৯ রানের ইনিংস খেলেন তিনি। এই দুই ইনিংসই তাকে শীর্ষে তুলে দিয়েছে। বৃহস্পতিবার সদ্য হালনাগাদ হওয়া টেস্ট র্যাঙ্কিং প্রকাশ করে আইসিসি। এ বছর ৩১৩ দিন শীর্ষে থাকা স্মিথ ও ৫১ দিন শীর্ষে থাকা কোহলিকে পেছনে ফেলাটাকে ‘হুঁশিয়ার’ বলে বর্ণনা করেছেন নিউজিল্যান্ড অধিনায়ক।
ভারতের বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় টেস্টে দুই ইনিংসে যথাক্রমে ০ ও ৮ করা স্মিথ নেমে গেছেন তৃতীয় স্থানে। দ্বিতীয় স্থানে আছেন কোহলি। পাকিস্তানের বিপক্ষে রবিবার দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার আগে ক্রাইস্টচার্চে পৌঁছে উইলিয়ামসন বলেন, ‘তারা দুজনই আমাদের প্রজন্মের অবিশ্বাস্য খেলোয়াড়। আমার মতে এ দু’জনই সেরা খেলোয়াড়। তারপরও তাদেরকে হটিয়ে শীর্ষ স্থান দখল করাটা অনেক বড় কিছু। ’এ তিনজনই চলতি সপ্তাহে আইসিসি ঘোষিত দশক সেরা দলে জায়গা পেয়েছেন। যেখানে স্মিথ নির্বাচিত হয়েছেন দশক সেরা টেস্ট খেলোয়াড় ।
কোহলি নির্বাচিত হয়েছেন দশক সেরা ওয়ানডে খেলোয়াড়। ইংল্যান্ডের বেন স্টোকস টেস্ট র্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছেন। তবে ব্যাটসম্যানদের তালিকায় একধাপ (৮ নম্বর) নিচে নেমে গেছেন। অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার প্যাট কামিন্স ধরে রেখেছেন বোলারদের শীর্ষ স্থান।