অনলাইন ডেস্ক, ৩০ ডিসেম্বর।। টানা ১২ বছর পর যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রশংসিত পুরুষের খেতাব হারালেন বারাক ওবামা। তাকে সরিয়ে এই আসনে বসছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক বাজার গবেষণা ও জনমত জরিপ প্রতিষ্ঠান গ্যালাপের করা জরিপে ওবামার পরে অর্থাৎ তৃতীয় স্থানে আছেন জো বাইডেন। জরিপে অংশ নেয়া ১৮ শতাংশ মানুষ ট্রাম্পের প্রতি মুগ্ধতা প্রকাশ করেছেন। ওবামার জনসমর্থন নেমে গেছে ১৫ শতাংশে। নির্বাচনে জেতার পরেও বাইডেনের পক্ষে মত দিয়েছেন মাত্র ৬ শতাংশ মানুষ।
নিউইয়র্ক পোস্ট জানায়, গ্যালাপের জরিপ অনুযায়ী অনুরাগীর সংখ্যা বিচারে এ তালিকার শীর্ষ ১০ পুরুষের মধ্যে রয়েছেন যথাক্রমে-মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউসি, পোপ ফ্রান্সিস, টেসলার প্রতিষ্ঠাতা ইলোন মাস্ক, ভারমন্ট সিনেটর বার্নি স্যান্ডার্স, মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস, এনবিএ তারকা লেবর্ন জেমস ও তিব্বতের ধর্মগুরু দালাই লামা। একইভাবে তালিকার শীর্ষ দশে থাকা নারীদের মধ্যে রয়েছেন যথাক্রমে-সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা, নবনির্বাচিত মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, মিডিয়া ব্যক্তিত্ব অপরাহ্ উইনফ্রে, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল, সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, মার্কিন প্রতিনিধি পরিষদের তরুণ সদস্য আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ ও ব্রিটেনের রানি এলিজাবেথ (দ্বিতীয়), মার্কিন সুপ্রিম কোর্টে সদ্য নিয়োগ পাওয়া বিচারপতি অ্যামি কোনি ব্যারেট ও পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ।