রাত ১০টার মধ্যে শেষ করতে হবে বর্ষবরণ উৎসব, নির্দেশিকা জারি কেরলে

অনলাইন ডেস্ক, ৩১ ডিসেম্বর।। রাত ১০ টার মধ্যেই শেষ করতে হবে বর্ষবরণের উৎসব। মিটিয়ে ফেলতে হবে সব ধরনের পার্টি ও অন্যান্য অনুষ্ঠান। রাত ১০টার পর কোনও অনুষ্ঠান করা যাবে না। করোনাজনিত পরিস্থিতির কথা মাথায় রেখে বৃহস্পতিবার এই নির্দেশ জারি করল কেরল সরকার। একই সঙ্গে সরকারের পক্ষ থেকে এদিন জানানো হয়েছে, বর্ষবরণ উৎসব উপলক্ষে প্রচুর পরিমাণ মানুষ এক জায়গায় জমায়েত হতে পারবে না। মানুষ যেখানে একত্রিত হবেন সেখানে সকলকেই সামাজিক দূরত্ব বিধি মেনে চলতে হবে। করোনাজনিত বিধিনিষেধ অমান্য করলে দৃষ্টান্তমূলক শাস্তির মুখে পড়তে হবে।

একই সঙ্গে রাজ্যের প্রতিটি জেলার পুলিশ ও প্রশাসনকেও বর্ষবরণ উৎসবের উপর নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেছেন, কেউ আইন ভাঙার চেষ্টা করলে পুলিশ তৎক্ষনাৎ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। উল্লেখ্য, কেরলেই প্রথম করোনা আক্রান্তের হদিশ মিলেছিল। ওই রাজ্যে দ্রুত ছড়িয়ে ছিল সংক্রমণ। যদিও পরবর্তী ক্ষেত্রে কেরল সংক্রমণ প্রতিরোধ করতে অনেকটাই সফল হয়েছিল। কিন্তু উৎসবের মরসুমে ছাড় দেওয়ায় দক্ষিণের ওই রাজ্যে ফের সংক্রমণ বাড়তে শুরু করে। সে কথা মাথায় রেখেই বর্ষবরণের উৎসবে মানুষকে সংযত থাকার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

বিজয়ন এদিন বলেন, আমরা দেখেছি উৎসবের মরসুমে শিথিলতা দেওয়ার ফলে করোনার দ্রুত সংক্রমণ ঘটেছে। নতুন করে করোনা আক্রান্ত হয়ে রাজ্যে অনেকেরই মৃত্যু হয়েছে। যা অবশ্যই দুঃখজনক। সরকার মানুষের জীবন বাঁচানোর জন্য দায়বদ্ধ। মানুষের সুরক্ষা ও নিরাপত্তার কথা ভেবেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ প্রত্যেক রাজ্যবাসীকে অনুরোধ করা হচ্ছে তারা যেন বাঁধনছেঁড়া ভাবে বর্ষবরণ উৎসবে যোগ না দেন। উৎসব অনুষ্ঠান রাত ১০ টার মধ্যে মিটিয়ে ফেলেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?