অনলাইন ডেস্ক, ৩০ ডিসেম্বর।। অস্ত্র রফতানি করে ৫০০ কোটি ডলার উপার্জনের লক্ষ্যমাত্রা ধার্য করল কেন্দ্রের মোদি সরকার। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে অস্ত্র রফতানি করার এই সিদ্ধান্ত অনুমোদিত হয়। এদিন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ২০২৪-এর মধ্যে বিভিন্ন দেশকে ৫০০ কোটি ডলার মূল্যের অস্ত্র বিক্রি ক রা হবে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩৭ হাজার কোটি টাকা। এর আগেও বিদেশে অস্ত্র রফতানি করেছে ভারত। কিন্তু তার জন্য কখনওই এভাবে উপার্জনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়নি। এই প্রথম অস্ত্র বিক্রি করে নির্দিষ্ট অঙ্কের টাকা উপার্জনের লক্ষ্যমাত্রা স্থির করা হল।
সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র ‘আকাশ’ নিয়ে ইতিমধ্যেই একাধিক দেশ আগ্রহ দেখিয়েছে। ভূমি থেকে আকাশ এই মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ইতিমধ্যেই ভারতীয় সেনা বাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছে। এই মিসাইল তৈরি করেছে ডিআরডিও। এদিন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আকাশ মিসাইল রফতানিতে ছাড়পত্র দেওয়া হয়। মন্ত্রিসভার বৈঠক শেষে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, আত্মনির্ভর ভারতের আওতায় দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে উৎপাদন ক্ষমতা বাড়ছে। ক্ষেপণাস্ত্র তৈরির ক্ষেত্রেও অনেক এগিয়েছে দেশ। এই মুহূর্তে দেশের চাহিদা মিটিয়ে অতিরিক্ত উৎপাদন হচ্ছে দেশে। তাই আমরা চাই, বিভিন্ন দেশকে এই ক্ষেপণাস্ত্র বিক্রি করতে। উল্লেখ্য, আকাশ মিসাইলের ৯৬ শতাংশ ভারতে তৈরি করা হয়েছে।
এই ক্ষেপণাস্ত্রটি মাটি থেকে আকাশে ২৫ কিলোমিটারের মধ্যে নির্ভুল লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। এই বৈঠকে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কমিটির দায়িত্ব হবে বিভিন্ন দেশে অস্ত্র বিক্রির ব্যাপারে কার্যকরী ভূমিকা নেওয়া। দ্রুত বিভিন্ন দেশকে অস্ত্র বিক্রি করার বিষয়টি চূড়ান্ত করা। এই কমিটিতে প্রতিরক্ষামন্ত্রী, বিদেশমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থাকবেন। এদিন প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, অস্ত্র রফতানিতে ভারত নিজেদের গ্লোবাল ব্র্যান্ড হিসেবে উপস্থাপন করতে চলেছে। দেশের তৈরি এই আকাশ মিসাইল অন্য মিসাইল থেকে বেশ কিছুটা আলাদা বলেও দাবি করা হয়েছে। তবে কীভাবে বা কোন ক্ষেত্রে আলাদা সে বিষয়ে কিছু জানানো হয়নি।