অনলাইন ডেস্ক, ৩১ ডিসেম্বর।। গান্ধিজির ব্যবহার করা একটি ধাতব বাটি, দুটি কাঠের চামচ ও একটি কাঁটা নিলামে উঠতে চলেছে। ১০ জানুয়ারি ব্রিটেনের বিস্টলে এই নিলাম হবে। জানা গিয়েছে, গান্ধিজির ব্যবহৃত এই তিনটে জিনিসের নিলামে বেস প্রাইস রাখা হয়েছে ভারতীয় মুদ্রায় প্রায় ৫৫ লাখ টাকা। ১৯৪২ থেকে ১৯৪৪-এর মধ্যে পুণের আগা খান প্যালেস এবং মুম্বইয়ের পাম বান হাউসে থাকাকালীন গান্ধিজি যে সমস্ত বাসনপত্র ব্যবহার করতেন সেগুলি নিলামে তোলা হবে। এখনও পর্যন্ত যা খবর তাতে এই নিলাম নিয়ে মানুষের মধ্যে বিপুল উৎসাহ রয়েছে। জানা গিয়েছে, বিমান ভাড়া, বিমা, জিএসটি নিলামকারীর লভ্যাংশ এবং ভারতীয় পুরাকীর্তি আনার জন্য শুল্ক ইত্যাদি সব মিলিয়ে সবচেয়ে কম নিলাম ডাকা হতে পারে ১.২ কোটি টাকা। উল্লেখ্য, গান্ধিজির ব্যবহৃত বিভিন্ন জিনিস প্রায়শই নিলাম করা হয়।
আজও বহু মানুষ আছেন যারা গান্ধিজিকে যথেষ্ট শ্রদ্ধা ও ভক্তি করেন। এ ধরনের মানুষই গান্ধিজির ব্যবহৃত বিভিন্ন জিনিস খুঁজে থাকেন। নিলাম প্রক্রিয়ায় তাঁরা সেই সমস্ত জিনিস নিয়মিত সংগ্রহ করেন। গান্ধিজির ব্যবহৃত বিভিন্ন জিনিসের গুরুত্ব যে কত এই নিলামই তার প্রমাণ। নিলামকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁরা আশা করছেন ১০ জানুয়ারি নিলামের দিন যথেষ্টই ভিড় হবে। কারণ এখনও পর্যন্ত বহু মানুষ গান্ধিজিকে নিয়ে বিশেষ উৎসাহী। তাঁরা চান, গান্ধিজির ব্যবহার করার কোনও একটি স্মারক নিজেদের কাছে রাখতে। সে জন্যই তাঁরা এই নিলামে ভিড় করবেন। উল্লেখ্য, গত বছরেও গান্ধিজির ব্যবহৃত বেশ কয়েকটি চিঠি ব্রিটেনে নিলাম করা হয়েছিল।