শীঘ্রই বলিউডে ফিরতে চলেছেন সুশান্ত বান্ধবী রিয়া

অনলাইন ডেস্ক, ৩১ ডিসেম্বর।। আবার বলিউডে খুব শীঘ্রই ফিরতে চলেছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরে একের পর এক আক্রমণের মুখে পড়েছিলেন অভিনেত্রী। কখনও প্রতারণা করা, কখনও টাকার নয়ছয়, কখনও আত্মহত্যার প্ররোচনা, আবার কখনও খুনের অভিযোগও ওঠে তাঁর দিকে। মাদকযোগ থাকার জন্য গ্রেফতার করা হয় তাঁকে। তাই সব মিলিয়ে ২০২০ রিয়ার জন্য ছিল বিভীষিকাময়। এই বছরটায় সংবাদমাধ্য়মের হেনস্থার শিকার হয়েছিলেন, এমন দাবি করেছেন পরিচালক রুমি জাফেরি। রুমি এক সংবাদমাধ্যমের কাছে বলেন, “এই বছরটা রিয়ার জন্য ভয়ঙ্কর ছিল। অবশ্যই এই বছরটা সকলের জন্যই খারাপ ছিল। কিন্তু ওর ক্ষেত্রে এইবছর আরও অনেক বেশি খারাপ ছিল।

এক মধ্যবিত্ত ভদ্র বাড়ির মেয়ে জেলে দিন কাটাচ্ছে, আপনি ভাবতে পারছেন? ওক নীতিগত দিক থেকে এই ঘটনা ভেঙে দিয়েছে।“ তবে খুব শীঘ্রই আবার অভিনয় জগতে ফিরতে চলেছেন রিয়া। এবং ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে তাঁর জন্য দরজা খোলা, তাও স্পষ্ট করে বলেছেন তিনি। রুমি বলছেন, “রিয়া আগামী বছরই অভিনয়ে ফিরছেন। আমি সম্প্রতি ওর সঙ্গে দেখা করেছি। ও খুবই চুপচাপ হয়ে গিয়েছে। কথা বলল না বেশি। ওর উপর দিয়ে যা গিয়েছে, তার পরে ওকে দোষও দেওয়া যায় না। এই অবস্থা তাড়াতাড়ি স্বাভাবিক হোক। আমি নিশ্চিত রিয়ার অনেক কিছু বলার আছে।“ কিন্তু ঠিক কবে বা কোন সিনেমায় তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?