অমিত শাহর থেকে বড় পুরস্কার পেলেন শুভেন্দু, পাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রীর মর্যাদা

অনলাইন ডেস্ক, ৩১ ডিসেম্বর।। মাত্র কয়েকদিন হল তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী। বিজেপিতে যোগ দেওয়ার পুরস্কার পেলেন মেদিনীপুরের এই নেতা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ইচ্ছেতেই শুভেন্দুকে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার ডিরেক্টর হিসাবে নিয়োগ করল কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকার। এই পদটি কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট মন্ত্রীর সমতুল্য। উল্লেখ্য বিজেপিতে যোগ দেওয়ার আগেই শুভেন্দু অধিকারীর জন্য জেড ক্যাটাগরির নিরাপত্তা ব্যবস্থা করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তাঁকে দেওয়া হয়েছে বুলেটপ্রুফ গাড়ি।

রাজনৈতিক মহল মনে করছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ইচ্ছেতেই শুভেন্দু এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন। জানুয়ারির প্রথম দিন থেকেই জেসিআইয়ের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবেন শুভেন্দু। ইতিমধ্যেই জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে শুভেন্দুর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁর কাছ থেকে বায়োডাটা চাওয়া হয়েছে। ২০২১-এর এপ্রিল-মে মাসে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। তার আগে শুভেন্দুকে কেন্দ্রীয় মন্ত্রীর সমতুল্য পদমর্যাদা দিয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হল বলেই মনে করছে রাজনৈতিক মহল। আসন্ন বিধানসভা নির্বাচনে শুভেন্দুকে দলের অন্যতম মুখ হিসেবে তুলে ধরতে চান অমিত শাহ। সেজন্যই তাঁকে গুরুত্বপূর্ণ এই পদ দেওয়া হল। কেন্দ্রের এই সিদ্ধান্তে এটা স্পষ্ট যে, নতুন হলেও দলে বিশেষ গুরুত্ব পাচ্ছেন এই তরুণ নেতা।

গুরুত্বপূর্ণ এই পদ দিয়ে অমিত শাহ বার্তা দিলেন যে, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে শুভেন্দুকে যথাযথ গুরুত্ব দেবে বিজেপি। উল্লেখ্য,১৯ ডিসেম্বর অমিত শাহর হাত থেকে বিজেপির পতাকা নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। যদিও শুভেন্দু নিজে বিজেপিতে যোগদানের পর  একাধিকবার বলেছেন, পদের কোনও লোভ তাঁর নেই। তৃণমূলকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্য নিয়ে তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন। তিনি একজন সাধারণ কর্মী হিসেবেই কাজ করবেন। তবে এদিন জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার ডিরেক্টর হিসেবে নিয়োগের খবর আসার পর শুভেন্দুর পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?