সঞ্জয় বললেন, আমাকে অপমান করো না

অনলাইন ডেস্ক, ৩০ ডিসেম্বর।। অতি প্রতীক্ষিত ভারতীয় সিনেমা ‘কেজিএফ চ্যাপটার টু’তে ভিলেন আধিরা চরিত্রে আছেন সঞ্জয় দত্ত। অভিনেতার অসুস্থতার কারণে অ্যাকশন দৃশ্য সহজ করতে চেয়েছিলেন পরিচালক প্রশান্ত নীল ও অভিনেতা ইয়াশ। কিন্তু হিতে বিপরীতে হলো।কয়েক মাস আগে শুটিং টিমে যোগ দেন সঞ্জয়। কিন্তু ক্যানসারের কারণে হুট করে বিশ্রামে চলে যেতে হয় তাকে। সম্প্রতি শুটিংয়ে যোগ দিলে তার কাজ সহজ করতে চান নির্মাতা। উল্টো ‘অপমানিত’ বোধ করেন অভিনেতা। বলিউড হাঙ্গামা জানায়, চিত্রনাট্যে আনা পরিমার্জন বাতিল করতে বলেছেন ‘খলনায়ক’-খ্যাত সঞ্জয়। তার মতে, শুরুতে যেমন ছিল ঠিক তেমনই হবে শুটিং। ‘

কেজিএফ’ টিমের এক সদস্য জানান, তাদের ভাবনার মূল বিষয় ছিল সঞ্জয়ের শারীরিক অবস্থা। এ কারণে অভিনেতার অ্যাকশন দৃশ্য সহজ করা হয়েছিল। কিন্তু এ কথা শোনার পর শুটিং সেটে সঞ্জয় বলেন, আমি অ্যাকশন দৃশ্য করতে পারবো না এমন কথা বলে অপমান করো না। চিত্রনাট্য যেভাবে লেখা হয়েছে আমি সেভাবেই করবো। কোনো আপস, কোনো প্রতারণা চলবে না। স্ট্যান্টও সঞ্জয় নিজেই করতে চান। এমনকি বিপজ্জনক দৃশ্যে বডি ডাবল ব্যবহারে অস্বীকৃতি জানান। এর পর ঠিকঠাক মতো দৃশ্যগুলো সম্পন্ন করেন তিনি। সূত্রটি আরও জানায়, শুটিংয়ের আগে সঞ্জয়ের জন্য সেটে ধুলো পরিষ্কার ও জীবাণুমুক্ত করার কথা বলেন ইয়াশ। কিন্তু সঞ্জয় মানা করেন। তার মতে, এত পরিষ্কার-পরিচ্ছন্ন সেট দেখালে দর্শকের কাছে দৃশ্যগুলো বিশ্বাসযোগ্য হবে না। কারণ দর্শকেরা খুব চালাক। ‘কেজিএফ চ্যাপ্টার ওয়ান’ মুক্তি পায় ২০১৮ সালের ডিসেম্বরে। কন্নড় ভাষায় নির্মিত ছবিটি হিন্দিসহ একাধিক ভাষায় ডাব করা হয়। আয় করে নেয় ২৫০ কোটি টাকা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?