অনলাইন ডেস্ক, ৩১ ডিসেম্বর।। ১৪ দিনের কোয়ারেন্টাইন পর্ব কাটিয়ে বুধবার তিনি যোগ দিয়েছেন ভারতীয় দলের সঙ্গে। বৃহস্পতিবার থেকেই মেলবোর্নে প্রস্তুতি শুরু করে দিলেন রোহিত শর্মা। ভারতীয় বোর্ড রোহিতের ফিল্ডিংয়ের ছবি পোস্ট করে টুইট করেছে, “ইঞ্জিন সবে গরম হতে শুরু করেছে। তারই কিছু ঝলক দেখা গেল রোহিতের প্রস্তুতিতে।” কিন্তু প্রশ্ন উঠছে, ৭ জানুয়ারি থেকে সিডনিতে শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টে রোহিতকে কি খেলতে দেখা যাবে? গেলেও কার পরিবর্তে তাঁকে প্রথম এগারোয় রাখা উচিত? প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর মনে করেন, সিডনিতে ভারতের ওপেনিং জুটি পাল্টে ফেলা দরকার। প্রথম দুই টেস্টে মোটেও ছন্দে ছিলেন না মায়াঙ্ক আগরওয়াল। ফলে তাঁকে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
তিনি বলেছেন, “আমি তো মনে করি, মায়াঙ্ককে আরও একটা সুযোগ দেওয়া উচিত। ও দুই টেস্টে রান পায়নি ঠিকই, কিন্তু ওর মান নিয়ে কোনও প্রশ্ন চলতে পারে না। তাই আমার মনে হয়, মায়াঙ্কের সঙ্গে রোহিতকে যুক্ত করে দেওয়া হোক। মাঝের সারিতে নিয়ে যাওয়া হোর শুভমনকে।” মেলবোর্ন টেস্টে অভিষেক লগ্নে ওপেনার হিসেবে সাফল্য পেয়েছেন শুভমন। দুই ইনিংসে তাঁর রান ছিল যথাক্রমে ৪৫ এবং অপরাজিত ৩৫। সানি বলেছেন, “আমি জানি শুভমন ওপেনার হিসেবে দারুণ সফল হয়েছে। তবে আমি মনে করি ওকে পাঁচ নম্বরে খেলানো হোক এই টেস্টে।
অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলেও প্রয়োজনে শুভমন মাঝের দিকে ব্যাটিং করেছে। সেক্ষেত্রে হনুমা বিহারীকে বিশ্রাম দিলে ভারতীয় দলের তেমন কোনও সমস্যা হবে না।” যদিও আর এক প্রাক্তন ক্রিকেটার দিলীপ বেঙ্গসরকর মনে করেন, ওপেনিংয়ে শুভমনকে তাঁর সঙ্গে জুড়ে দেওয়া হোক কে এল রাহুলকে। মাঝের সারিতে চলে আসুন রোহিত। সিডনিতে বিশ্রাম দেওয়া উচিত বিহারীকে। বেঙ্গসরকর বলেছেন, “রোহিত অনেকটা সময় আন্তর্জাতিক ক্রিকেটে খেলেনি। এখানে এসেও ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে। ফলে ওকে মাঝের দিকে খেলালে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হবে না। তবে দেখতে হবে, ভারতীয় দল প্রথম এগারো নিয়ে কী ভাবনাচিন্তা করছে।”