আতঙ্ক নয়া স্ট্রেনে, দিল্লিতে জারি নৈশ কার্ফু

অনলাইন ডেস্ক, ৩১ ডিসেম্বর।। মুম্বইয়ের পথে হাঁটল রাজধানী দিল্লিও। বৃহস্পতিবার রাত্রিকালীন কার্ফু জারি হল দিল্লিতে। নিষেধাজ্ঞা জারি হয়েছে বর্ষবরণের পার্টিতেও। কলকাতা অবশ্য এখনই সে পথে হাঁটছে না বলে জানিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব। দেশে ইতিমধ্যেই ঢুকে পড়েছে করোনার নয়া স্ট্রেন। এখনও অবধি ২০ জনের দেহে নতুন স্ট্রেনের হদিশ খোঁজ মিলেছে।

অধিক সংক্রামক ক্ষমতাসম্পন্ন এই স্ট্রেনকে রুখতে তৎপর কেন্দ্র। করোনা আক্রান্তদের মধ্যে নতুন স্ট্রেনের খোঁজ পেতে দেশকে ভেঙে নেওয়া হয়েছে ৬টি জোনে। পাশাপাশি রাজ্যগুলিকে রাত্রিকালীন কার্ফু জারির পরামর্শও দেওয়া হয়েছে।

সেই মতো আজ এবং কাল শুক্রবার রাতে কার্ফু জারি থাকবে দিল্লিতে। রাত ১১টা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত জারি থাকবে এই কার্ফু। রাত্রিকালীন কার্ফু চলার সময় প্রকাশ্য স্থানে এক সঙ্গে পাঁচজনের বেশি জমায়েত করা যাবে না।

বর্ষবরণের জন্য সব ধরনের অনুষ্ঠানও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।এদিকে শুধু বিদেশ থেকে ফেরা ব্যক্তিদেরই নয়। তাঁদের সংস্পর্শে আসা সকলকে খুঁজে বের করে নমুনা পরীক্ষার কাজ চালানো হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।

সে জন্য দেশের ১০টি ল্যাব করোনা পজিটিভ নমুনার জিনোম সিকোয়েন্স মিলিয়ে দেখছে। নতুন স্ট্রেন কী ভাবে সংক্রমণ ঘটাচ্ছে সেই বিষয়টি নিয়েও চর্চা করছেন গবেষকরা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?