আমেরিকায় ৭২ কোটি টাকার বাড়ি কিনলেন মেসি, ভবিষ্যৎ নিয়ে জল্পনা

অনলাইন ডেস্ক, ৩১ ডিসেম্বর।। নতুন মরসুমে তিনি ক্যাম্প নু-তেই তাকবেন কি না, তা নিয়ে নিজেই কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারেননি লিওনেল মেসি। সম্প্রতি স্পেনের এক টেলিভিশন চ্যানেলকে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারেসে কথা নিজের মুখেই জানিয়েছেন তিনি। তারই মধ্যে আমেরিকায় প্রাসাদোপম বাড়ি কেনার খবর প্রকাশ্যে চলে আসায় বার্সেলোনা তারকার ভবিষ্যৎ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। তা হলে কি আগামী মরসুমেই মেসি পাড়ি দিতে চলেছেন মার্কিন মুলুকে? স্প্যানিশ টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মেসি জানিয়েছিলেন, তিনি আমেরিকার লিগে খেলতে চান । তাঁর মন্তব্য ছিল, “আমেরিকার মেজর লিগ সকারে খেলার খুব ইচ্ছা রয়েছে।

ওখানকার জীবনাটার সঙ্গেও পরিচিত হতে চাই। হয়তো সেখানে থাকতেও পারি। তবে সেই স্বপ্ন কবে সফল হবে, সেটা আমার এখনও জানা নেই।” কিন্তু ইংল্যান্ডের একটি সংবাদপত্র ফাঁস করেছে, ফ্লরিডাতে ইতিমধ্যে বাড়ি কিনে ফেলেছেন মেসি। প্রাসাদোপম সেই বাড়িতে গাড়ি উপরে তোলার জন্য রয়েছে লিফ্টও। ওই সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, মেসি চান তাঁর তিন পুত্র পড়াশুনো করুক আমেরিকাতেই। তাই তিনি বার্সেলোনা ছেড়ে পাড়ি দিতে চান সেখানেই। মেসি ফ্লরিডাতে যে বাড়ি কিনেছেন, তার দাম ভারতীয় মুদ্রায় যার দাম ৭২ কোটি টাকা। মেসি নাকি মেজর লিগ সকারে খেললে তাঁর যোগ দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে ইন্টার মায়ামিতে। সেই ক্লাবের মালিক প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক ডেভিড বেকহ্যাম। সাম্প্রতিক সময়ে প্রাক্তন ম্যান ইউ তারকা জানিয়েছিলেন, তিনি ইন্টার মায়ামি ক্লাবে একই সঙ্গে সই করাতে চান লিওলেন মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকো।

পর্তুগিজ তারকা ইতিমধ্যে নিউ ইয়র্কে বিশাল একটি বাড়ি কিনে রেখেছেন। সেখানে তিনি তাঁর নামাঙ্কিত হোটেল চ্যানেলও শুরু করতে চলেছেন। এবং তাঁর সঙ্গে বেকহ্যামের সম্পর্ক বরাবরই খুব ভাল। ইটালি সংবাদমাধ্যমের দাবি, নতুন মরসুমে রোনাল্ডোকেও ছেড়ে দিতে চায় জুভেন্টাস। তেমন কিছু হলে রোনাল্ডো পাড়ি দিতেই পারেন আমেরিকায়। সেই তালিকায় এবার মেসির নাম যুক্ত হওয়ায় কৌতূহল আরও বেড়ে গিয়েছে সকলের। দেখার, নতুন বছরে একই ক্লাবের জার্সি পরে মেসি এবং রোনাল্ডো খেলতে নামেন কি না।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?