অনলাইন ডেস্ক, ৩০ ডিসেম্বর।। ‘বার্ডস অব প্রে’ দিয়ে চলতি বছর ভক্তদের হতাশ করেছেন মার্গট রবি। তবে হাতে রয়েছে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ রিবুট. ‘সুইসাইড স্কোয়াড টু’সহ দারুণ কিছু ছবি। এর সঙ্গে যদি ‘বারবি’ যুক্ত হয় চমকের আর কী বাকি থাকে! কিন্তু এ ছবি নিয়ে মার্গট বলছেন, আরও চমক আছে। বাচ্চাদের জনপ্রিয় খেলনা বারবিকে এর আগেও সিনেমায় দেখা গেছে। তবে অ্যানিমেশন নয়, মার্গট রবি হাজির হচ্ছেন রক্ত-মাংসের বারবি হয়ে। এ প্রসঙ্গে মার্গট জানান, এ চরিত্রকে সচরাচর দর্শক যেভাবে প্রত্যাশা করেন তার সঙ্গে নতুন ছবিটি মিলবে না।
গ্রেটা গরউইক পরিচালিত এ ছবিতে বারবিকে ভিন্ন মাত্রায় আনা হবে। কয়েক দশক আগে খেলনার জগতে অভিষেক হওয়া এ পুতুলকে ‘স্বপ্নের বাড়ি’, ‘স্বপ্নের গাড়ি’ এমন চাহিদা সর্বস্ব চরিত্র হিসেবে দেখা হয়। সোনালি চুলের বারবির স্বপ্নগুলো বাচ্চাদের মধ্যে জীবন যাপনের আকর্ষণ হিসেবে উঠে আসছে বছরের পর বছর। যাকে নিরস, বস্তুবাদী ও একঘেয়ে হিসেবে বর্ণনা করা হয় প্রায়শ। সেই খোলস ভেঙে বারবিকে নতুনভাবে পরিচিত করাতে চান তারা। সম্প্রতি হলিউড রিপোর্টারের সঙ্গে আলাপচারিতায় এমনটা জানান মার্গট ও প্রযোজক জেসি ম্যাকনামারা।
এ বিষয়ে মার্গট রবি বলেন, এ ছবির কথা শুনলে লোকে ভাববে, ওহ! মার্গট বারবি চরিত্রে অভিনয় করছে। আমি জানি সে কী করবে। কিন্তু দর্শক পর্দায় এমন কিছু দেখবে যা আগে তারা ভাবতে পারেনি। তবে চিত্রনাট্য ও পরবর্তী কাজ কতটা এগিয়েছে তার বিস্তারিত খোলাসা করতে নারাজ রবি। এটুকু জানান, সিনেমাটি তার হৃদয়ে জায়গায় করে নিয়েছে। শিগগিরই এর সঙ্গে যুক্ত হতে চান।