অনলাইন ডেস্ক, ৩১ ডিসেম্বর।। ডিসেম্বর মাস পড়া মানেই শুরু ছুটির মরশুম। তবে এবার করোনা আবহে ঘরবন্দি থেকে ছুটি কাটিয়েছে বেশ কয়েকমাস। এরপর পরিস্থিতি শিথিল হতেই যে যার মতো পাড়ি দিচ্ছেন ছুটি কাটাতে। এবার বিদেশ নয়, ছুটি কাটাতে দক্ষিণ ভারতের রাজ্য কেরলকেই বেছে নিলেন বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। সেখানকার ছবি পোস্ট করে মল্লিকা লিখেছেন, ‘শহরের ব্যস্ততা থেকে দূরে নিরিবিলিতে ক্রিসমাসের ছুটি কাটানো।‘ কেরলের আয়ুর্বেদা রিসর্টে রয়েছেন মল্লিকা শেরাওয়াত।
মডেল অভিনেত্রীর কথায়, “প্রকৃতি দেহ ও মনকে দুটিকেই প্রশান্তি দিচ্ছে।“ কেরলের আয়ুর্বেদা রিসর্টে হলুদ রঙা ওয়ান শোল্ডার পোশাকে মোহময়ী রূপে দেখা গেল মল্লিকাকে। ছবি পোস্ট করে মডেল অভিনেত্রী লিখেছেন, ‘নিজেকে ভালোবাসো’। পাশাপাশি বিকিনি লুকে নিজের পছন্দের জায়গায় একান্তে লেন্সবন্দি মল্লিকা শেরাওয়াত।