অনলাইন ডেস্ক, ৩০ ডিসেম্বর।। কিংবদন্তি ফ্যাশন ডিজাইনার পিয়ের কার্দান ৯৮ বছর বয়েস প্যারিসে মারা গেছেন। পরিবার জানিয়েছে, মঙ্গলবার প্যারিসের নিউলি এলাকার এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই ফ্যাশন আইকনের মৃত্যু হয়। পিয়ের কার্দানকে বলা হয় ‘ফ্যাশন ফিউচারিস্ট’। তার ৭০ বছরের ক্যারিয়ারের প্রায় পুরোটা সময় কেটেছে পুরােনোকে ভেঙে নতুনকে আবিষ্কারে। আর সেই নতুনের বিস্ময়কে পরিধেয়র নকশায় ধারণ করার মধ্য দিয়ে তিনি ফ্যাশনের ধারনাকেই বদলে দিয়েছেন।
ফ্যাশন ইন্ডাস্ট্রিতে পিয়ের কার্দান এলিটদের ফ্যাশনকে নিয়ে আসেন মধ্যবিত্তের নাগালে। আগে ফরাসি ফ্যাশন প্রবক্তারা বিশ্বাস করতেন, পোশাক হবে সবার জন্য আলাদাভাবে আলাদা মাপে, আলাদা নকশায় তৈরি; ফ্যাশন হবে এক্সক্লুসিভ, চোখ ধাঁধানো, দামে হবে সেরা। কার্দান সেই দর্শন ভাঙলেন। মাপ দিয়ে বানানোর ঝামেলা এড়িয়ে দোকান থেকে কিনে নিশ্চিন্তে পরে ফেলা যায়, এমন পোশাক রীতির প্রবর্তন করলেন। বিবিসি জানায়, ১৯৫০ এর দশকে তরুণরা যে স্যুট পরত, তাতে তাদের দেখাত তাদের বাবাদের মত।
কলার, ল্যাপেল, টেইল আর কাফের বাহুল্য ছেঁটে ফেলে নতুন প্রজন্মের জন্য পোশাক নকশায় রীতিমত বিপ্লব ঘটালেন কার্দান। বলা হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পিয়ের কার্দানের হাত ধরেই ফ্যাশন শিল্পের সোনালী অধ্যায়ের সূচনা হয়েছিল। পোশাক থেকে তোয়ালে- নানা পণ্যের ব্র্যান্ডিংয়ে নিজের নাম যুক্ত করে পিয়ের কার্দান পৌঁছে গেছেন সমাজের উঁচু মহল থেকে সাধারণ মানুষের ঘরেও।