অনলাইন ডেস্ক, ৩০ ডিসেম্বর।। স্প্যানিশ স্ট্রাইকার দিয়েগো কস্তা আতলেতিকো মাদ্রিদের সঙ্গে চুক্তি বাতিল করেছেন। ফলে এখন তিনি ‘ফ্রি এজেন্ট’। লা লিগা ছেড়ে এই ৩২ বছর বয়সীর ইংলিশ প্রিমিয়ার লিগে ফেরার সম্ভাবনা জোরালো হলো। সমঝোতার ভিত্তিতেই কস্তার সঙ্গে চুক্তি বাতিল করেছে আতলেতিকো মাদ্রিদও। কস্তা ব্যক্তিগত কারণ দেখিয়ে কয়েক দিন আগে দল ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। ঝামেলায় জড়াতে চায়নি ক্লাব স্প্যানিশ ক্লাবটিও। মঙ্গলবার এক বিবৃতিতে কস্তার সঙ্গে চুক্তি বাতিলের বিষয়টি নিশ্চিত করেছে। লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলটির সঙ্গে কস্তার চুক্তির মেয়াদ ছিল ২০২১ সালের জুন পর্যন্ত। বুধবার লা লিগায় ঘরের মাঠে গেতাফের বিপক্ষে খেলবে আতলেতিকো।
আগের দিন সংবাদ সম্মেলনে কোচ দিয়েগো সিমেওনে জানালেন চুক্তি বাতিলের কারণ। বলেন, ‘অনেক বছর আমরা একসঙ্গে কাটিয়েছি। সে আমাদের অনেক কিছু দিয়েছে, আমরাও তাকে অনেক কিছু দিয়েছি। আমরা তার ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলেছি। তার কোনো ক্ষতি না করে পাশে থাকতে চেয়েছে ক্লাব। বিষয়টি মীমাংসা করতে পেরে ভালো লাগছে। ’আতলেতিকোর সবশেষ ২০১৩-১৪ মৌসুমের লিগ জয়ে বড় অবদান ছিল কস্তার, করেছিলেন ২৭ গোল। সেই বছরেই অবশ্য চেলসিতে যোগ দিয়েছিলেন তিনি। ২০১৮ সালে আবার ফেরেন পুরোনো ঠিকানায়।