অনলাইন ডেস্ক, ৩০ ডিসেম্বর।। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার অপেক্ষায় থাকা কমলা হ্যারিস মডার্নার টিকা নিয়েছেন। মঙ্গলবার লাইভে টিকা নেয়ার পর বলেছেন, এটা সহজ। সিএনএন জানিয়েছে, তিনি ওয়াশিংটন ডিসির ইউনাইটেড মেডিকেল সেন্টারে প্রথম ডোজ নেন। ‘এটা সহজ,’ টিকা নেয়ার পর কমলা বলেন, ‘সবাইকে ভ্যাকসিন নিতে উৎসাহিত করতে চাই। একদম ব্যথাহীন। নিরাপদ। ’টিকা নেওয়ার সময় কমলা হ্যারিস মাস্ক পরেছিলেন। তিনি ওয়াশিংটন ডিসির যে মেডিকেল সেন্টারে টিকা নেন, সে এলাকাটি আফ্রিকান-আমেরিকান অধ্যুষিত।
কমলা হ্যারিসের স্বামী ডগলাস এমহফও টিকা নিয়েছেন। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ২১ ডিসেম্বর করোনার টিকা নেন। এদিন তিনি ফাইজার-বায়োএনটেকের টিকার প্রথম ডোজ নেন। তার টিকা নেওয়ার দৃশ্যও টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হয়। ৭৮ বছর বয়সী বাইডেন ডেলাওয়ার অঙ্গরাজ্যের একটি হাসপাতালে টিকা নেন। তার স্ত্রী জিল বাইডেনও সেদিন টিকার প্রথম ডোজ নেন। টিকার নিরাপত্তার বিষয়ে মার্কিন জনগণকে বাইডেনও আশ্বস্ত করেছেন। যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসিসহ দেশটির বেশ কিছু রাজনৈতিক নেতা ও গুরুত্বপূর্ণ ব্যক্তি ক্যামেরারা সামনে করোনার টিকা নিয়েছেন। মূলত, টিকার বিষয়ে সন্দেহ দূর করে জনগণের মধ্যে আস্থা বাড়াতে এমনটা করা হচ্ছে।