এখনই বাধ্যতামূলক হচ্ছে না, ফাস্ট্যাগ লাগানোর সময়সীমা বাড়াল কেন্দ্র

অনলাইন ডেস্ক, ৩১ ডিসেম্বর।। করোনাজনিত পরিস্থিতির কথা মাথায় রেখে কেন্দ্র ফাস্ট্যাগ নথিভুক্তির সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিল। গত সপ্তাহে কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রক এক নির্দেশ জারি করে জানিয়েছিল, ২০২১-এর ১ জানুয়ারি থেকে প্রতিটি গাড়িতে ফাস্ট্যাগ বাধ্যতামূলক। কিন্তু বহু গাড়ির মালিক কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরোধিতা করেন। এরপরেই করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে পরিবহনমন্ত্রক পূর্ব সিদ্ধান্ত থেকে সরে আসে।কেন্দ্রের পক্ষ থেকে বৃহস্পতিবার জানানো হয়েছে, ১ জানুয়ারি নয় ১৫ ফেব্রুয়ারি থেকে বাধ্যতামূলক হবে ফাস্ট্যাগ।

অর্থাৎ গাড়িতে ফাস্ট্যাগ রেজিস্ট্রেশন করানোর জন্য আর দেড় মাস অতিরিক্ত সময় পাবেন গাড়ির মালিকরা। এদিন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া বা এনএইচএআই ৭৫ থেকে ৮০ শতাংশ অর্থ উপার্জন করে ফাস্ট্যাগ থেকে। ১৫ ফেব্রুয়ারির মধ্যে সেটা বাড়িয়ে ১০০ শতাংশে নিয়ে যাওয়া হবে। মূলত ক্যাশলেস বা নগদহীন লেনদেনে উৎসাহ দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় পরিবহণমন্ত্রক।উল্লেখ্য, ২০১৬-য় প্রথম ফাস্ট্যাগের আত্মপ্রকাশ ঘটে। এরপর প্রতি বছরই ফাস্ট্যাগ ইস্যুর সংখ্যা বেড়েছে।

বহু গাড়ির মালিক টোল দেওয়ার ক্ষেত্রে ফাস্ট্যাগ ব্যবহার করলেও এতদিন সেটা বাধ্যতামূলক ছিল না। গত সপ্তাহে কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি জানিয়েছিলেন, ২০২১-এর ১ জানুয়ারি থেকে প্রতিটি চার চাকার গাড়িতে ফাস্ট্যাগ স্টিকার রাখা বাধ্যতামূলক। ২০১৭-র ১ ডিসেম্বরের আগে বিক্রি হওয়া গাড়িও এই তালিকার আওতায় পড়বে বলে মন্ত্রী জানান এবার সেই মেয়াদই বাড়িয়ে ১৫ ফেব্রুয়ারি করা হল।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?