অনলাইন ডেস্ক, ৩১ ডিসেম্বর।। দীর্ঘদিন ধরে পুলিশের চোখে ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। বেশিরভাগ সময় থাকত বিদেশে। তাই তার নাগাল পাচ্ছিল না পুলিশ। বৃহস্পতিবার দুবাই থেকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই গ্রেফতার করা হল আইএসআই-এর চর সুখ বিকরিওয়ালাকে। এই কুখ্যাত গ্যাংস্টার নিজেকে কখনও সুখমিত পাল সিং কখনওবা কমলজিৎ সিং নামেও পরিচয় দিত। এই কুখ্যাত গ্যাংস্টারের বিরুদ্ধে দেশে একাধিক অপরাধের অভিযোগ রয়েছে। শৌর্য চক্র সম্মান প্রাপ্ত পুলিশ অফিসার বলবিন্দর সিং সান্ধুর হত্যার মূলচক্রী বিকরিওয়ালা।
এই গ্যাংস্টারের বিরুদ্ধে খালিস্তানি জঙ্গিদের মদত দেওয়ার অভিযোগ রয়েছে। সম্প্রতি পাঁচ খালিস্তানি জঙ্গিকে গ্রেফতার করে দিল্লি পুলিশের স্পেশাল সেল। তাদের জেরা করে খোঁজ মেলে এই গ্যাংস্টারের। জেলায় তিন খালিস্তানি জঙ্গি জানায়, দুবাই থেকেই সান্ধুকে খুন করার নির্দেশ দিয়েছিল ওই আইএসআই চর। বিকরিওয়ালার পরিকল্পনা মতই তারা ওই পুলিশ অফিসারকে খুন করে। ধরা পড়ার ভয়ে সে দুবাই পালিয়ে গিয়েছে। তবে দুবাই পালালেও তার অপরাধমূলক কাজকর্ম কমেনি। বরং সেখান থেকেই সে বিভিন্ন অপরাধমূলক কাজ চালানোর জন্য নির্দেশ দিয়ে চলেছে।
একাধিক খুনের ঘটনায় জড়িয়ে আছে এই গ্যাংস্টার। খালিস্তানি জঙ্গিদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ আছে। পুলিশ তাকে বেশ কিছুদিন ধরেই হন্যে হয়ে খুঁজছে। শেষ পর্যন্ত গোপন সূত্রে বিকরিওয়ালার দেশে ফেরার খবর মেলে। এরপরই বিমানবন্দরে হাজির হয় দিল্লি পুলিশের বিশেষ সেল। বিমান থেকে নামার সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, বিকরিওয়ালাকে জিজ্ঞাসাবাদ করে খালিস্তানি জঙ্গিদের সঙ্গে আইএসআইয়ের যোগসূত্রের বহু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।