অনলাইন ডেস্ক, ৩০ ডিসেম্বর।। ট্রেনের ছাদের ওপর ছুটতে ছুটতে আচমকা ঝাঁপ দিলেন বরুণ ধাওয়ান। তারপর? রেললাইনে বসে থাকা বধির শিশুকে ট্রেন আসার ঠিক কয়েক সেকেন্ড আগেই বাঁচিয়ে নিলেন নায়কসুলভ ভঙ্গিতে। ডেভিড ধাওয়ানের ‘কুলি নাম্বার ওয়ান’-এর এই দৃশ্য নিয়ে দর্শকদের হাসির রোল উঠেছে! ছবি মুক্তি পাওয়ার কিছুক্ষণের মধ্যেই ট্রোল, মিমের বন্যা সোশ্যাল মিডিয়ায়। সব মিলিয়ে ১৯৯৫ সালের ক্ল্যাসিক কমেডির রিমেক হজম করতে কষ্ট হচ্ছে সিংহভাগ হিন্দি সিনেমাপ্রেমীর। ইন্টারনেট মুভি ডেটাবেজ তথা আইএমডিবির রেটিংও বলছে এই কথা।
আইএমডিবিতে বরুণ-সারা অভিনীত ‘কুলি নাম্বার ওয়ান’ ১.৩ রেটিং পেয়েছে। হিসাব বলছে ‘রেস থ্রি’ ও ‘হিম্মতওয়ালা’র চেয়েও নিচে রয়েছে এই ছবি। আইএমডিবিতে এই দুই ছবির রেটিং যথাক্রমে ১.৯ ও ১.৭। ‘কুলি নাম্বার ওয়ান’-এর মতোই এই ছবি দুটিও রীতিমতো হাসির খোরাক হয়ে উঠেছিল। প্রায় ২৩ হাজার দর্শকের দেওয়া রেটিংয়ের ওপর ভিত্তি করে আইএমডিবির প্রায় তলানিতে এসে ঠেকেছে ‘কুলি নাম্বার ওয়ান’। তবে ছবিটির স্ট্রিমিং প্ল্যাটফর্ম আমাজন জানিয়েছে, ২০২০ সালের সবচেয়ে বড় ওপেনিং পেয়েছে গোবিন্দ ও কারিশমা কাপুর অভিনীত ছবির রিমেকটি। যদিও এই ছবির চেয়েও নিচে রয়েছে মহেশ ভাট পরিচালিত ‘সড়ক টু’। ট্রেলারে রেকর্ড ডিজলাইকের সঙ্গেই আইএমডিবি রেটিং পেয়েছে ১।