অনলাইন ডেস্ক, ৩১ ডিসেম্বর।। জীবনানন্দ লিখেছিলেন, “যে নক্ষত্র মরে যায়, তাহার বুকের শীত লাগিতেছে আমার শরীরে।”২০২০ জুড়ে শুধুই নক্ষত্রপতনের বিষণ্ণতা। সেই বিষণ্ণতা, সেই কষ্ট বুকে নিয়েই আমরা প্রবেশ করছি নতুন বছরে। ইন্দ্রপতনের এই বছরে আমরা হারিয়েছি অনেককে।
রাজনীতি থেকে শিল্প, ক্রীড়া থেকে অভিনয়জগৎ — আমাদের আচ্ছন্ন করে রাখা বহু স্মরণীয় ব্যক্তিত্ব আমাদের ছেড়ে চলে গিয়েছেন এবছর। ২০২১-এ প্রবেশের আগে, একবার ফিরে দেখা যাক সেই নামগুলো।করোনা আবহে বাংলা হারিয়েছে অনেক বিশিষ্ট মানুষকে। সোমেন মিত্র, শ্যামল চক্রবর্তী, সৌমিত্র চট্টোপাধ্যায়, অলোকরঞ্জন দাশগুপ্তদের হারিয়েছি বাংলা। সেই শূন্যস্থান পূরণ হওয়ার নয়। রাজনীতির নক্ষত্রপতন- রাজনীতির ক্ষেত্রে এ বছরে হারানোর তালিকা নেহাত ছোট নয়।
রাজনীতির চাণক্য প্রণব মুখোপাধ্যায় থেকে শুরু করে তরুণ গগৈ, আহমেদ প্যাটেল, রামবিলাস পাসোয়ান, যশবন্ত সিং, অমর সিং—একের পর এক হেভিওয়েট রাজনীতিককে হারানোর সাক্ষী থেকেছে ২০২০। খেলার দুনিয়ায় নক্ষত্রপতন-অভিশপ্ত ২০২০! দুঃস্বপ্নের কুড়ি বিশের এই বছর ফুটবল দুনিয়ায় বিশাল ক্ষতি। দুই কিংবদন্তি পিকে বন্দ্যোপাধ্যায় ও চুনী গোস্বামীকে হারিয়ে ভারতীয় ফুটবল এবছর পিতৃহারা হয়েছে।
আন্তর্জাতিক ফুটবলেও তারকা খসে পড়ার সংখ্যা নেহাত কম নয়। ফুটবল ঈশ্বর দিয়েগো মারাদোনা থেকে পাওলো রোসি, বছর জুড়ে একের পর এক নক্ষত্রপতন। বিনোদনের নক্ষত্রপতন- বছরের শুরুতেই ধাক্কা। ক্যান্সারের সাথে লড়াইয়ে মাত্র ৫৩ বছর বয়সে মৃত্যু হয় প্রতিভাবান অভিনেতা ইরফান খান।
ঠিক একদিন পরেই ক্যানসারের কারণে প্রয়াত হন কিংবদন্তী ঋষি কাপুর। সাজিদ ওয়াজিদ জুটির অন্যতম সংগীত পরিচালক ওয়াজিদ খান করোনার জেরে জীবন হারান। বলিউডকে নাচের ঠুমকা যিনি শিখিয়েছিলেন সেই কিংবদন্তি নৃত্যশিল্পী সরোজ খানও হঠাৎ প্রয়াত হন।
দেশবাসীকে চমকে আত্মহননের পথ বেছে নেন সুশান্ত সিং রাজপুত। যার মৃত্যুতে প্রতিবাদের ঝড় আজও থামেনি। এছাড়াও পাতাললোক অভিনেতা আসিফ বাসরা, মেহন্দি অভিনেতা ফরজ খান হারিয়েছে বলিউড।