আতঙ্ক বাড়িয়ে দেশে আরও ৫ জনের শরীরে মিলল করোনার নতুন প্রজাতির হদিশ

অনলাইন ডেস্ক, ৩১ ডিসেম্বর।। আতঙ্ক বাড়িয়ে ভারতে একটু একটু করে বাড়ছে করোনার নয়া স্ট্রেনে আক্রান্তের সংখ্যা। বুধবার পর্যন্ত ওই নয়া প্রজাতির করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা ছিল ২০। বৃহস্পতিবার তা পৌঁছেছে ২৫-এ। এমনটাই জানাচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এই হারে ‘ব্রিটেন স্ট্রেন’-এ আক্রান্তের সংখ্যা বাড়তে ভারতে ফের সংক্রমণের হার বাড়বে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।

জানা যাচ্ছে, পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজির ল্যাবে চারজনের শরীরে নতুন স্ট্রেনের হদিশ মিলেছে। দিল্লির ইনস্টিটিউট অব জিনোমিক্স অ্যান্ড ইন্টিগ্রেটিভ বায়োলজিতে ১ জনের নমুনায় পাওয়া গিয়েছে ওই স্ট্রেন।

এর আগে দেশে যে ২০ জনের শরীরে মিলেছিল করোনার নতুন স্ট্রেন, তাঁদের মধ্যে ১ জন  কলকাতার। এছাড়াও, দিল্লিতে ৯, বেঙ্গালুরুতে ৭, হায়দরাবাদে ২ এবং পুণের ল্যাবে ১ জনের শরীরে করোনার নতুন স্ট্রেনের উপস্থিতি মিলেছিল। এই ২৫ জনকেই রাখা হয়েছে আইসোলেশনে। তবে সকলের শারীরিক অবস্থা স্থিতিশীল।

কোভিড নেগেটিভ না আসা পর্যন্ত তাদেরকে হাসপাতাল থেকে ছাড়া হবে না। পাশপাশি তাদের সংস্পর্শে যারা এসেছিল তাদের খুঁজে নজরদারি চালাতে রাজ্য সরকারগুলিকে নির্দেশ দিল কেন্দ্র। যদিও বিশেষজ্ঞদের দাবি, আদতে আরও বেশি সংখ্যক মানুষের শরীরেই এর উপস্থিতি থাকতে পারে।

কারণ ডিসেম্বরে আলোচনা হলেও সেপ্টেম্বরে প্রথম এই স্ট্রেনের হদিশ মেলে ব্রিটেনে। তারপরও হাজারে হাজারে যাত্রী বিমানে চেপে দু’দেশের মধ্যে যাতায়াত করেছেন। ২৫ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে সংখ্যাটা ৩৩ হাজার।

এদিকে করোনার নতুন স্ট্রেনের আতঙ্কে ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্রিটেনগামী বিমান বন্ধ রাখার কথা বলা হয়েছিল আগেই। বুধবার অসামরিক বিমান পরিবহণমন্ত্রী হরদীপ সিংহ পুরী সেই নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৭ দিন বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?