অনলাইন ডেস্ক, ৩১ ডিসেম্বর।। দেশে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা ক্রমশই বাড়ছে। এ ধরনের ঘটনায় সাধারণত নির্যাতিতাদের পাশে থাকা ও তাঁকে সহানুভূতি জানানো বিশেষ প্রয়োজন। কিন্তু বাস্তবে ঘটলো উল্টো। মহারাষ্ট্রে গণধর্ষিতা যুবতীকেই গ্রামছাড়া করার নিদান দিল গ্রাম পঞ্চায়েত। শেষ পর্যন্ত ওই যুবতী পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন।উল্লেখ্য, পাঁচ বছর আগে একটি তুলোর খামারে কাজ করতে গিয়ে গণধর্ষিতা হয়েছিলেন বছর পঁচিশের এক যুবতী। ওই ঘটনায় পাঁচজনকে দোষী সাব্যস্ত করে তাদের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত।
চলতি বছরের প্রথম দিকে আদালত দোষীদের কারাদণ্ডের নির্দেশ দেয়। দোষীরা শাস্তি পাওয়া পর নির্যাতিতা যুবতীকে গ্রাম ছাড়ার নির্দেশ দিয়েছে স্থানীয় পঞ্চায়েত। শুধু ওই যুবতীর নিজের গ্রাম নয়, পাশের দু’টি গ্রাম পঞ্চায়েতও জানিয়ে দিয়েছে, তাদের গ্রামে যুবতীর কোনও ঠাঁই হবে না। অগস্ট মাসেই ওই যুবতীর বাড়ির দরজায় গ্রাম ছাড়ার নোটিস ঝুলিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ওই যুবতী যাতে গ্রাম ছেড়ে চলে যান তার জন্য তার উপর ক্রমাগত চাপ সৃষ্টি করা হচ্ছে। শেষ পর্যন্ত ওই যুবতী পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন। ওই যুবতী অভিযোগে জানিয়েছেন, তাঁকে রীতিমত কটূক্তি ও লাঞ্ছনা করছেন গ্রামের প্রধানরা।
এই পরিস্থিতিতে তিনি সরকারের কাছ থেকে ন্যায়বিচার চান। গ্রাম পঞ্চায়েত প্রধান বা মুখিয়া বলেছেন, গ্রামবাসীদের দাবি মতোই তিনি ওই সিদ্ধান্ত নিয়েছেন। গ্রামবাসীরা কেউই চান না ওই তরুণী গ্রামে থাকুক। সে কারণেই তাকে গ্রাম ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা পুলিশ সুপার অভিযোগের কথা স্বীকার করে নিয়েছেন। তিনি বলেছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।