টোকিওতে চাই পদক, জোরকদমে মহড়া শুরু সিন্ধুর

অনলাইন ডেস্ক, ৩১ ডিসেম্বর।। এই মুহূর্তে মিলটন কেইনসের সঙ্গে ইংল্যান্ডে তিনি নিবিড় অনুশীলনে মগ্ন। বিশ্বচ্যাম্পিয়ন ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধু জানিয়ে দিলেন, আগামী বছরের টোকিও অলিম্পিক্স থেকে পদক নিয়ে আসার জন্য নিজেকে সব দিক থেকে তৈরি রাখার কাজ শুরু করে দিয়েছেন। জানুয়ারি মাসেই রয়েছে বিশ্ব ব্যাডমিন্টন টুরের অন্তর্গত তাইল্যান্ড ওপেন। সেই মঞ্চেই নিজেকে অলিম্পিক্সের জন্য যাচাই করে নিতে চান সিন্ধু। বলেছেন, “প্রস্তুতি ভালই চলছে। নতুন বছরের টুর্নামেন্টগুলো নিয়ে আমি খুব আশবাদী। বরং বলা যেতে পারে, প্রস্তুতির জন্য অনেকটা সময়ও পেয়েছি। অলিম্পিক্স থেকে পদক আনতে হলে নিজের একশো শতাংশ উজাড় করে দিতে হবে।

তার জন্য এই আসন্ন প্রতিযোগিতাগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।” তবে টোকিও-ই যে তাঁর পাখির চোখ, সেটা স্পষ্ট করে দিয়েছেন সিন্ধু। তিনি  বলেছেন, “আমি কিন্তু এখন শুধুমাত্র অলিম্পিক্স নিয়েই ভাবছি। সেখানে লড়াই কোনও অবস্থাতেই সহজ হবে না। তাই আমাকে ধাপে ধাপে এগোতে হবে। তাইল্যান্ড ওপেনে ভাল কিছু করতে পারলে বুঝব আমার প্রস্তুতি ঠিক পথেই চলছে।” করোনা অতিমারির কারণে এই বছরটা প্রায় ঘরবন্দি হয়েই তাঁকে কাটাতে হয়েছে। তবে সিন্ধু জানিয়েছেন, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে তিনি অনুশীলন করে গিয়েছেন। বলেছেন, “শুরুর দিকে একটু সমস্যা হচ্ছিল। তবে পরিবারের সদস্যদের সঙ্গ এতটা সময় কাটানোর সুযোগও তো আগে পাইনি। তাই অবস্থার সঙ্গে মানিয়ে নিয়ে ধীরে ধীরে অনুশীলনও শুরু করেছিলাম। নিজেকে শরীর এবং মনের দিক থেকে ফিট রাখাটা খুবই প্রয়োজনীয়। কাজেই এখন কোর্টে ফিরলেও আমাকে কোনও সমস্যা পড়তে হবে না।”

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?