আরও দ্রুত ট্রেনের বুকিং, আজ থেকে এক মিনিটে বুক করা যাবে ১০,০০০ টিকিট

অনলাইন ডেস্ক, ৩১ ডিসেম্বর।। ১ মিনিটে এক সঙ্গে বুক করা যাবে ১০,০০০ টিকিট! ট্রেনের টিকিট বুকিংয়ে শুরু হচ্ছে এমনই অত্যাধুনিক পরিষেবার। আজ দুপুর ১২টায় রেলমন্ত্রী পীযূষ গোয়েল আইআরসিটিসি-র নতুন ওয়েবসাইট চালু করবেন।

রেল সূত্রে খবর, ট্রেনের বুকিংয়ের গতি বাড়ার পাশাপাশি খাবারদাবার সমেত অন্যান্য সুযোগসুবিধেও পাওয়া যাবে এই ওয়েবসাইটে। এছাড়াও ই-টিকেটিং সাইটের ফিচারও বাড়াবে রেল। আগে এখন মিনিটে ৭৫০০ টিকিট বুক হতো এবার সেই সংখ্যা বেড়ে হবে ১০,০০০।

ফলে অনলাইনে টিকিট কাটতে কোনও সমস্যায় পড়তে হবে না যাত্রীদের। এছাড়া নতুন বছরে যাত্রীদের সাহায্যে আরও কিছু সুবিধা আনছে রেল। যেমন, টিকিট বুক করার কাজে থাকবে এআই বেসড চ্যাটবট দিশা। আসছে, পে লেটার সিস্টেম।

যেখানে যাত্রীরা টিকিট এখন কেটে পরে তার দাম চুকোতে পারবেন। তবে ই-পেমেন্ট করতে হবে টিকিট কাটার ১৫ দিনের মধ্যে অথবা হাতে টিকিট পাওয়ার ঠিক ২৪ ঘণ্টার মধ্যে।

রেল আধিকারিকদের বক্তব্য অনুযায়ী, ২০১৪-র পর থেকেই টিকিট বুকিং সহ যাত্রীদের বেশি সুযোগ সুবিধে দেওয়ার ব্যাপারে রেল অতিরিক্ত জোর দিচ্ছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?