অনলাইন ডেস্ক, ৩১ ডিসেম্বর।। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই নতুন বছরে পা রাখবে গোটা বিশ্ব। মহামারী কাটিয়ে নতুন বছর কেমন হবে? আবার কি আগের মতো স্বাভাবিক জীবনে ফেরা যাবে?
সকলের মনেই উঁকি দিচ্ছে নানান প্রশ্ন। তাঁর একটা সম্ভাব্য জবাব বছর শেষেই দিয়ে রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার গুজরাটের রাজকোটে এইমসের ভিত্তিপ্রস্তর স্থাপনে অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রীরর সতর্কবার্তা, “দাওয়াই ভি, কড়াই ভি।” অর্থাৎ টিকা এলেও কোভিড বিধিতে ঢিলেমি চলবে না।
এদিন দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “২০২০ সাল শিখিয়েছে স্বাস্থ্যই সম্পদ। এ বছরের মন্ত্র ছিল, যব তক দাওয়াই নেহি, তব তক ঢিলাই নেহি। কিন্তু নতুন বছরে ভ্যাকসিন এলেও ঢিলেমি চলবে না।” উল্লেখ্য, ভারতে টিকাকরণের প্রস্ততিপর্বের একেবারে শেষপর্যায় চলছে। নতুন বছরের প্রথমদিনও টিকায় ছাড়পত্র দিতে বৈঠ কে বসছে বিশেষজ্ঞ কমিটি।
তিনটি প্রতিষেধক ইতিমধ্যে ছাড়পত্র পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে। তাঁর আশা, আগামী বছর বিশ্বের স্বাস্থ্যক্ষেত্রকে শক্তিশালী করলে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। টিকাকরণের প্রস্তুতি নিয়ে এদিন নরেন্দ্র মোদি বলেন, “ভারতের বিশ্বের সবচেয়ে বড় গণ টিকাকরণের প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে।
দেশবাসী ভারতে প্রস্তুত হওয়া প্রতিষেধক পাবেন।” অবশ্য এনিয়ে গুজব ছড়াতে পারে বলেও আশঙ্কা করেছেন প্রধানমন্ত্রী। তা নিয়ে দেশবাসীকে সতর্ক করে মোদি বলেন, “আমাদের দেশে গুজব খুব তাড়াতাডি ছড়ায়। কেউ কেউ ব্যক্তিগত স্বার্থে সেই গুজব ছড়ায়।
টিকাকরণ শুরু হলে তা নিয়েও গুজব ছড়ানো হবে। ইতিমধ্যে তা শুরুও হয়ে গিয়েছে।” দেশবাসীর কাছে প্রধানমন্ত্রীর অনুরোধ, দায়িত্ববান, সচেতন নাগরিক হিসেবে এই সমস্ত গুজবে কান দেবেন না। না জেনে সোশ্যাল মিডিয়ায় মেসেজ ফরোয়ার্ড করবেন না।”