অস্বস্তি বাড়ল বিজেপির, মধ্যপ্রদেশে বেসরকারি সংস্থাকে ফসল বেচে প্রতারিত বহু কৃষক

অনলাইন ডেস্ক, ৩১ ডিসেম্বর।। কেন্দ্রের কৃষি আইন নিয়ে কৃষকরা মাসাধিককাল ধরে প্রবল বিক্ষোভ দেখাচ্ছেন। অন্যদিকে সরকারের দাবি, এই তিন কৃষি আইন কৃষকদের উন্নতির জন্য। নতুন আইনে কৃষকরা মান্ডির বাইরে যে কোনও সংস্থা বা ব্যক্তিকে তাঁদের ফসল বিক্রি করতে পারবেন। কিন্তু মধ্যপ্রদেশে বেসরকারি সংস্থাকে ফসল বিক্রি করে প্রতারিত হলেন ১৫০-এর বেশি কৃষক। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং কৃষিমন্ত্রী কমল প্যাটেলের নিজের জেলাতেই এই প্রতারণার ঘটনা ঘটেছে। সম্প্রতি মধ্যপ্রদেশ সরকার মান্ডির বাইরে ফসল বেচা-কেনার নিয়ম অনেকটা শিথিল করেছে।

এখন ওই রাজ্যে মান্ডি থেকে লাইসেন্স পাওয়া ব্যবসায়ীরা সরাসরি কৃষকদের কাছ থেকে ফসল কিনে নিতে পারেন। ফসলের দাম নিয়ে চুক্তিও তারা সরাসরি কৃষকদের সঙ্গে করতে পারেন। কেন্দ্রের নতুন কৃষি আইনের প্রস্তাব মেনে মধ্যপ্রদেশের এই কৃষি আইন করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী মধ্যপ্রদেশের শেহর, হারদা এবং হোসাঙ্গাবাদ জেলার ১৫০-র বেশি কৃষক একটি বেসরকারি সংস্থার কাছে ফসল বিক্রি করেন। ওই সংস্থার কাছে মান্ডির দেওয়া লাইসেন্স ছিল। পরে দেখা যায় যে, সংস্থাটির কাছে যে লাইসেন্স ছিল তার মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। এমনকি সরকারি মান্ডিতে তাদের নামও নথিভুক্ত নেই।

সংস্থা ফসল কেনার জন্য যে চেক দিয়েছিল সেগুলি সবই বাউন্স করেছে। সব মিলিয়ে প্রায় ৫ থেকে ৬ কোটি টাকার প্রতারণার শিকার হয়েছেন কৃষকরা। দু’দিন আগে ২২ জন কৃষক ওই সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে প্রতারণার ঘটনাটি সামনে আসে। প্রতারিত কৃষকরা দাবি করেছেন, ওই ব্যবসায়ীর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে কৃষকদের পাওনা টাকা মেটানো হোক। মধ্যপ্রদেশ সরকার এখনও এ বিষয়ে কোনও মন্তব্য করেনি। তবে মধ্যপ্রদেশের এই ঘটনায় কেন্দ্রের বিজেপি সরকারের উপর চাপ যে আরও বাড়বে তা বলাই বাহুল্য। কৃষকরা আগেই দাবি করেছেন, নতুন আইনে তাঁরা প্রতারিত হবেন। মধ্যপ্রদেশের ঘটনা কৃষকদের সেই দাবিকেই আরও জোরালো করবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?