‘রাধে’ মুক্তির আগেই সালমানের পকেটে ২৬৫ কোটি টাকা

অনলাইন ডেস্ক, ৩০ ডিসেম্বর।। মহামারির কারণে ‘কুলি নাম্বার ওয়ান’, ‘লক্ষ্মী বম্ব’-এর মতো বড় বাজেটের অনেক বলিউড ছবি ডিজিটাল মাধ্যমে মুক্তি পেয়েছে। এ প্রক্রিয়ায় যেতে একদমই রাজি নন সালমান খান। অন্য সময়ের মতো ঈদেই মুক্তি দিতে চান নতুন ছবি। তবে তার কয়েক মাস বাকি থাকতেই সালমান অভিনীত ‘রাধে: ইয়ুর মোস্ট ওয়ান্টেড ভাই’ লাভজনক চুক্তিতে পৌঁছে গেছে। এ ছবিতে সালমানের বিপরীতে আছেন দিশা পাটানি, ভিলেন হয়েছেন রণদীপ হুদা। পরিচালনা করেছেন প্রভুদেবা। গত ঈদুল ফিতরে ছবিটি মুক্তির কথা থাকলেও করোনার কারণে পাক্কা এক বছর পিছিয়ে গেছে। সাম্প্রতিক এক প্রতিবেদন জানায়, জি স্টুডিও’র সঙ্গে ‘রাধে’র মুক্তি নিয়ে ২৩০ কোটি রুপি তথা ২৬৫ কোটি টাকার চুক্তিতে সই করেছেন সালমান খান।

এর আগে কমিশন ভিত্তিতে ইয়াশ রাজ ফিল্মসের সঙ্গে পরিকল্পনা থাকলেও ঝুঁকি বিবেচনায় এককালীন অঙ্কে চুক্তি করেছেন জি’র সঙ্গে। সূত্রের বরাত দিয়ে বলিউড হাঙ্গামা জানায়, এ চুক্তিতে স্যাটেলাইট, থিয়েটার, ডিজিটাল ও গানের স্বত্ব অন্তর্ভুক্ত। টাকার হিসেবে সালমানের সিনেমার জন্য কম মনে হলেও কভিড-১৯ এর পরিপ্রেক্ষিতে এটি বলিউডে সবচেয়ে বড় লেনদেন। বলা হচ্ছে, এ চুক্তির কারণ সালমান ও জি স্টুডিও দুই পক্ষই লাভবান হয়েছে। ভাইজানের যেমন লভ্যাংশ নিয়ে ঝুঁকি থাকছে না, অন্যদিকে স্যাটেলাইট ও ডিজিটাল মাধ্যমে তার জনপ্রিয়তার সুযোগ নেবে স্টুডিও। শুধু ‘রাধে’ নয় এর মাধ্যমে জি স্টুডিওর সঙ্গে নতুন অংশীদারত্ব মজবুত হলো। সালমান প্রযোজিত ও পঙ্কজ ত্রিপাঠি অভিনীত ‘কাগজ’-এর প্রিমিয়ার হবে জি’র স্ট্রিমিং প্ল্যাটফর্মে। সঙ্গে পরের ছবিগুলো যুক্ত হতে পারে। এর আগে সালমানের শেষ তিন ছবি রেস থ্রি, ভারত ও দাবাং থ্রি প্রিমিয়ার হয় জি সিনেমায়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?