অনলাইন ডেস্ক, ৩০ ডিসেম্বর।। বছরের শেষে এবং আগামী বছরের শুরুতে গোটা উত্তর ভারতে ঠান্ডা আরও বাড়বে। সেই সঙ্গে চলবে শৈত্যপ্রবাহ। মৌসম ভবনের পক্ষ থেকে ইতিমধ্যেই উত্তর ভারতের বিভিন্ন রাজ্যকে সতর্ক করে দেওয়া হয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার জেরেই গোটা উত্তর ভারতে ঠান্ডার দাপট বাড়বে বলে জানিয়েছে মৌসম ভবন। ইতিমধ্যেই পশ্চিমী ঝঞ্ঝার জেরে উত্তর উত্তর পশ্চিম ভারতে শুরু হয়েছে বৃষ্টি ও তুষারপাত। রাজধানী দিল্লিতে তাপমাত্রা নেমেছে তিন ডিগ্রিতে। হরিয়ানা ও পঞ্জাবের বেশ কয়েক জায়গায় তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি নেমে এসেছে। উত্তর ভারতের বেশ কয়েকটি রাজ্যে প্রবল ঠান্ডা পড়েছে। জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের মত রাজ্যে চলছে প্রবল তুষারপাত। মৌসম ভবন বুধবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, হরিয়ানা, পঞ্জাব, চন্ডীগড়, উত্তরাখন্ড, হিমাচল প্রদেশ ও দিল্লিতে শৈত্যপ্রবাহের সর্তকতা জারি করেছে।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী তিন থেকে চার দিন লাদাখ, জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে ভারি ধরনের তুষারপাতের সম্ভাবনা রয়েছে।আগামী এক সপ্তাহ উত্তর-পশ্চিম হিমালয় পার্বত সংলগ্ন এলাকার শীতল ও শুষ্ক বাতাস উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায় বয়ে যাবে। ফলে গোটা দেশেই বাড়বে ঠান্ডার দাপট। বৃহস্পতিবার তাপমাত্রা আরও নামবে বলে মৌসম ভবন জানিয়েছে। ইতিমধ্যেই হিমাচল প্রদেশ ও কাশ্মীরের বিভিন্ন জায়গায় তুষারপাত চলছে। সাদা বরফের চাদরে মুড়ে গিয়েছে ভূস্বর্গ ও হিমাচল প্রদেশের একাধিক এলাকা।
এই দুই রাজ্যের পর্যটকদের ভিড় বাড়তে শুরু করেছে। কিন্তু প্রবল তুষারপাতের কারণে বহু জায়গায় গাড়ি মাঝ রাস্তায় আটকে পড়েছে। বুধবার সকালের দিকে শ্রীনগরে বৃষ্টির সঙ্গে সঙ্গেই তুষারপাত হয়েছে। গুলমার্গ, পহেলগাঁও, পুলওয়ামায় এদিন প্রবল তুষারপাত হয়েছে। পহেলগাঁওতে তাপমাত্রা মাইনাস ৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। গুলমার্গে তাপমাত্রা ছিল মাইনাস ৭.৫ ডিগ্রি। কুপওয়ারায় তাপমাত্রা ছিল মাইনাস ১ ডিগ্রী সেলসিয়াস। হিমাচল প্রদেশের কেলং, কল্পা, ডালহৌসি, কুফরিতে তাপমাত্রা মাইনাস ৩ থেকে ৪ ডিগ্রি হতে পারে বলে মৌসম ভবন জানিয়েছে। লাহুল স্পিতিতে ইতিমধ্যেই তাপমাত্রা মাইনাস ১২.৩ ডিগ্রিতে নেমেছে।