অনলাইন ডেস্ক, ২৯ ডিসেম্বর।। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে বিদেশি লিগে খেলতে যাওয়ায় ঘরোয়া ক্রিকেটে ফিরতে পারছেন না যুবরাজ সিং। বিসিসিআই থেকে তাকে জানিয়ে দেয়া হয়েছে আসন্ন সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে খেলতে দেয়া হবে না। ভারতীয় বোর্ডের নিয়ম অনুযায়ী, অবসরের পর কোনো ক্রিকেটার যদি বিদেশি লিগে অংশ নেন, তাহলে অবসর সিদ্ধান্ত বদলেও দেশের ঘরোয়া ক্রিকেটে খেলতে পারবেন না তিনি। যুবরাজ অবসরের পরেই দুবাইয়ে টি১০ ক্রিকেটে অংশ নেন। কানাডায় গ্লোবাল টি২০তেও খেলেছিলেন তিনি। এই কারণেই দুবাইয়ের লিগ খেলে আসার পর আইপিএলে কেকেআরের হয়ে আর খেলতে পারেননি প্রবীণ স্পিনার প্রবীণ তাম্বে।
আবার ২০১৯ সালে ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত নেন আম্বাতি রাইডু। তিনি যেহেতু বিদেশি লিগে খেলেননি, সে কারণে অবসরের সিদ্ধান্ত পাল্টে পুনরায় ঘরোয়া ক্রিকেট খেলছেন বহাল তবিয়তে। যুবরাজের মতো হাই প্রোফাইল ক্রিকেটারের ক্ষেত্রে নমনীয় হবে বোর্ড, এমনটাই ভেবেছিল ক্রিকেট মহল। কিন্তু বাস্তবে তা হলো না। কয়েকদিন আগেই যুবরাজকে স্কোয়াডে রেখে সৈয়দ মুস্তাক আলির দল ঘোষণা করে পাঞ্জাব ক্রিকেট সংস্থা। এই টুর্নামেন্টে খেলার জন্যই বোর্ডের কাছে অনুমতি চেয়ে চিঠি লিখেছিলেন যুবরাজ। তবে বোর্ডের পক্ষে সাফ জানিয়ে দেওয়া হয়, যুবরাজ কোনোভাবেই অংশ নিতে পারবেন না। তার অনুপস্থিতিতে আপাতত দলের নেতৃত্ব দেবেন মনদীপ সিং।