পিতামাতা ও গুরুজনদের কথা মতো এগিয়ে যেতে হবে : দীপা কর্মকার

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৯ ডিসেম্বর।। যুব শক্তির বিকাশ রাজ্য ও দেশের জন্য মঙ্গলময়৷ যুব শক্তিকে কখনও দাবিয়ে রাখা যায় না৷ সামাজিক পরিবর্তনের কাণ্ডারি এই যুব শক্তি৷ আজ আগরতলা টাউন হলে ৩ দিনব্যাপী ২৪তম রাজ্যভিত্তিক যুব উৎসবের উদ্বোধন করে একথা বলেন যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী মনোজ কান্তি দেব৷

উল্লেখ্য, রাজ্যভিত্তিক যুব উৎসবে ১৫টি বিভিন্ন বিষয়ে রাজ্যের প্রতিটি জেলার শ্রেষ্ঠ দলগুলি প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে৷ তিনদিনব্যাপী রাজ্যভিত্তিক যুব উৎসবের সমাপ্তি হবে ৩১ ডিসেম্বর৷ রাজ্যভিত্তিক যুব উৎসবের উদ্বোধন করে ক্রীড়ামন্ত্রী মনোজ কান্তি দেব আরও বলেন, কোভিড-১৯ পরিস্থিতির জন্য এবার যুব উৎসব সংক্ষিপ্ত আকারে আয়োজন করা হয়েছে৷

তিনি অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত সকল যুবক- যুবতীদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, পড়াশুনার বাইরেও নিজেকে সামাজিক কর্মকাণ্ড, রক্তদান, আর্ত মানুষের সেবা, বৃক্ষরোপণের মতো কর্মসূচিতে নিজেকে যুক্ত করতে হবে৷ নিজেকে এমনভাবে গড়তে হবে যাতে পরবর্তী প্রজন্ম তা মরণ করে৷ ক্রীড়ামন্ত্রী বলেন, নেশামুক্ত ত্রিপুরা গড়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ সেই দিশায় কাজ করছে সরকার৷

যুব সমাজকে খেলার মাঠে নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে৷ সুুস্থ ও সবল প্রজন্ম গড়তে হলে নিয়মিত শরীরচর্চা করার উপর তিনি গুরুত্ব আরোপ করেন৷ উদ্বোধনী অনুষ্ঠানে ত্রিপুরা ক্রীড়া পর্ষদের সচিব অমিত রক্ষিত বলেন, ক্রীড়া ও সংস্ক’তি চর্চায় যুব সম্পদায়কে আরও এগিয়ে আসতে হবে৷ পদ্মশ্রী ড. দীপা কর্মকার বলেন, আজকের যুব প্রজন্ম আগামীদিনের ভবিষ্যৎ৷

পরিশ্রম করলে সফলতা আসবেই৷ এক্ষেত্রে পিতামাতা ও গুরুজনদের কথা মতো এগিয়ে যেতে হবে৷ তাহলেই বড় ও ভালো মানুষ হওয়া সম্ভব৷ এছাড়াও বক্তব্য রাখেন এন ওয়াই কে-র অধিকর্তা শ্যামসুুন্দর কাশ্যপ৷ অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন দপ্তরের বিশেষ সচিব শরদিন্দ চৌধুরী৷

স্বাগত বক্তব্য রাখেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উপধিকর্তা পাইমং মগ৷ উল্লেখ্য, ২৪তম রাজ্যভিত্তিক যুব উৎসব যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এন ওয়াই কে এস ও এন এস এস-র যৌথ সহায়তায় আয়োজন করা হয়েছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?