স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৯ ডিসেম্বর৷৷ করোনা-র নতুন স্ট্রেন চিহ্ণিত করার জন্য মেশিন ক্রয় করবে ত্রিপুরা সরকার৷ ইতিমধ্যে প্রক্রিয়া শুরু করে দিয়েছে স্বাস্থ্য দফতর৷ আজ সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এই সংবাদ দিয়েছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷
তাঁর কথায়, করোনা-র সাথে লড়াইয়ে নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে গোটা বিশ্ব৷ ভারতও তাতে বাদ যায়নি৷ ফলে, সতর্কতামূলক সমস্ত প্রস্তুতি নেওয়া খুবই প্রয়োজন৷ সাথে তিনি যোগ করেন, করোনা-র নতুন স্ট্রেন-এ সংক্রমিতদের চিকিৎসার জন্য পিআরটিআই মহিলা হোস্টেল-কে প্রাতিষ্ঠানিক একান্তবাস কেন্দ্র হিসেবে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷ এদিন তিনি জানিয়েছেন, সম্প্রতি ৩৩১৮ জন আন্তর্জাতিক যাত্রীর দেহে করোনা-র সংক্রমণ পাওয়া গেছে৷ তাদের মধ্যে ১১৪ জন ইউকে থেকে ফিরেছেন৷ ওই ১১৪ জনের মধ্যে ১ জন ত্রিপুরার বাসিন্দা রয়েছেন৷
শিক্ষামন্ত্রী বলেন, ৩০টি রাজ্যে আন্তর্জাতিক যাত্রীর দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ তাদের মধ্যে সবচেয়ে বেশি মহারাষ্ট্রের নাগরিক রয়েছেন৷ মহারাষ্ট্রে বিদেশ ফেরত ৭৪৮ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷শিক্ষামন্ত্রীর দাবি, ত্রিপুরা করোনা-র নতুন স্ট্রেন-র প্রকোপের চিন্তায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে৷ ইউকে সহ সমস্ত আন্তর্জাতিক যাত্রীদের আরটি-পিসিআর টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে৷
শুধু তাই নয়, নতুন স্ট্রেন চিহ্ণিত করার জন্য নমুনা পরীক্ষায় মেশিন ক্রয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে৷ তাতে, নমুনা পুণে-তে পাঠানোর প্রয়োজন পরবে না, বলেন তিনি৷ সাথে তিনি যোগ করেন, কেন্দ্রের নির্দেশিকা পেয়েই পিআরটিআই মহিলা হোস্টেল-কে প্রাতিষ্ঠানিক একান্তবাস কেন্দ্র হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে৷ এ-সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি হয়েছে৷