করোনায় ৩ গুণ বেশি মৃত্যুর কথা স্বীকার রাশিয়ার

অনলাইন ডেস্ক, ২৯ ডিসেম্বর।। নভেল করোনাভাইরাসে এতদিন যত মৃত্যুর হিসাব দেখিয়েছে রাশিয়া, তার চেয়ে আসল সংখ্যা তিন গুণ বেশি! সোমবার রাশিয়ান কর্মকর্তারা বিষয়টি স্বীকার করেছেন। বেশ কিছুদিন ধরেই রাশিয়ায় করোনায় মৃতের সংখ্যা নিয়ে বিশেষজ্ঞরা সন্দেহ প্রকাশ করছিলেন। কিন্তু প্রেসিডেন্ট পুতিন বারবার বলছিলেন, রাশিয়ায় করোনায় মৃতের সংখ্যা কম। এটা তাদের সাফল্যের পরিচয়। রাশিয়ার জরিপকারী সংস্থা দ্য রোসস্ট্যাট-কে উদ্ধৃত করে দ্য গার্ডিয়ান জানিয়েছে, গত বছরের তুলনায় চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত দেশটিতে করোনাসহ বিভিন্ন রোগে মৃতের সংখ্যা বেড়ে ২ লাখ ২৯ হাজার ৭০০ হয়েছে।

এই পরিসংখ্যানের সত্যতা নিশ্চিত করে দেশটির উপ প্রধানমন্ত্রী তাতিয়ানা গোলিকোভা বলেছেন, ‘এই বাড়তি মৃত্যুর প্রায় ৮১ শতাংশ কভিড-১৯ সংক্রান্ত। ’ তার মানে ১ লাখ ৮৬ হাজারের বেশি রাশিয়ানের মৃত্যু হয়েছে নতুন রোগটিতে। অথচ রাশিয়ার সরকারি হিসাব বলছে, দেশটিতে ৫৫ হাজার ৮২৭ জনের ‍মৃত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা কম দেখাতে রাশিয়া শুরু থেকে কৌশলের আশ্রয় নেয়। ময়নাতদন্তে যাদের রিপোর্ট পজিটিভ ছিল তাদেরই শুধু ‘করোনায় মৃত’ বলা হয়েছে। রাশিয়া ইতিমধ্যে নিজেদের বানানো স্পুটনিক ভি টিকার প্রয়োগ শুরু করেছে। ডিসেম্বরের শুরুতে একদিনে ৭০টি ক্লিনিকে টিকা সরবরাহ করা হয়। শুরুতে টিকা নিচ্ছেন চিকিৎসক, চিকিৎসা কর্মী, শিক্ষক এবং সমাজসেবা কর্মীরা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?