করোনা পজিটিভ ‘মাগাধিরা’র রাম চরণ

অনলাইন ডেস্ক, ২৯ ডিসেম্বর।। দক্ষিণী সুপারস্টার রাম চরণ কভিড-১৯ পজিটিভ হয়েছেন। মঙ্গলবার নিজেই টুইট এ কথা জানিয়েছেন। ‘মাগাধিরা’ সিনেমায় অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পাওয়া রাম চরণ এদিন লিখেছেন, ‘আমি করোনায় আক্রান্ত। তেমন কোনো উপসর্গ নেই। নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছি। ’ সহকর্মী-ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেছেন, ‘সবাইকে অনুরোধ করছি যারা এত দিন আমার সংস্পর্শে এসেছেন, তারা দয়া করে নিজেদের টেস্ট করিয়ে নিন। ’ডিসেম্বরের শুরু থেকে পরিচালক রাজা মৌলির নতুন ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন রাম চরণ। এই ছবিতে রাম চরণের সঙ্গে দেখা যাবে অজয় দেবগণ ও আলিয়া ভাটকে।

তেলেগু ভাষার সিনেমায় অভিনয় দিয়ে ক্যারিয়ার শুরু করা রাম চরণ দিনে দিনে প্রযোজক এবং উদ্যোক্তা হিসেবে নিজেকে দাঁড় করিয়েছেন। ২০১৩ সাল থেকে ফোর্বসের তালিকায় ঠাঁই পাওয়া এই অভিনেতাকে তেলেগু সিনেমা-শিল্পের অন্যতম সেরা মুখ মনে করা হয়। ফিল্মফেয়ার থেকে শুরু করে নন্দি অ্যাওয়ার্ড জিতেছেন তিনি। রাম চরণের বাবা চিরঞ্জিবি চরণও অভিনেতা ছিলেন। ৩৫ বছর বয়সী এই তারকা অ্যাকশন সিনেমা ‘চিরুথা’ দিয়ে ২০০৭ সালে ক্যারিয়ার শুরু করেন। বছর দুই পর নিজের জনপ্রিয়তাকে অন্য উচ্চতায় নিয়ে যান তেলেগু ভাষার সর্বকালের অন্যতম সেরা ব্যবসা সফল সিনেমা ‘মাগাধিরা’ দিয়ে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?