অনলাইন ডেস্ক, ৩০ ডিসেম্বর।। কয়েকদিন আগে দলের ২৩ জন বিদ্রোহী নেতার সঙ্গে বৈঠকে বসেছিলেন সোনিয়া গান্ধি। ওই বৈঠকে উপস্থিত ছিলেন দলের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি। বৈঠকে রাহুল বলেছিলেন, দল যেভাবে চাইবে আমি সেভাবেই কাজ করব। সকলের মতামত শুনেই দল পরিচালনা করা হবে। ওই মন্তব্যের পর রাজনৈতিক মহলের ধারণা হয়েছিল রাহুল গান্ধি সভাপতির পদে ফিরতে চলেছেন। কিন্তু কংগ্রেস অন্দরের খবর, রাহুল এই মুহূর্তে দলের সভাপতির পদে ফিরতে রাজি নন। বরং তিনি এখনও সভাপতি পদে না বসার ব্যাপারে অনড় মনোভাবই দেখাচ্ছেন। চলতি পরিস্থিতিতে কংগ্রেস তাই তার প্ল্যান বি তৈরি করল বলে জানা গিয়েছে।
কংগ্রেসের এই প্ল্যান-বি ঠিক কী সে সম্পর্কেও মিলেছে ইঙ্গিত। নাম প্রকাশে অনিচ্ছুক কংগ্রেসের দুই শীর্ষ নেতা জানিয়েছেন, রাহুল যদি একান্তই সভাপতি না হন তাহলে একজনের ক্ষমতা চারজনের মধ্যে বন্টন করে দেওয়া হবে। অর্থাৎ দেশের প্রান্ত থেকে চারজন সহ-সভাপতি নিয়োগ করা হবে। এদের মাথার উপর অভিভাবকের মতো থাকবেন সোনিয়া গান্ধি। এই চারজনকে যাতে একত্রিত করে রাখা যায় সেজন্যই সোনিয়া থাকবেন মাথার উপরে। তবে সোনিয়া নামে মাত্র সভাপতি হলেও আসল সিদ্ধান্ত নেবেন এই চারজন।
নিজের নিজের অঞ্চলে দলের ভালো-মন্দের দায় বর্তাবে এই চারজনের ঘাড়েই। এই চারজনের অধীনে আবার চারজন করে সাধারণ সম্পাদক কাজ করবেন। তাদেরও বিভিন্ন দায়িত্ব ভাগ করে দেওয়া হবে। এছাড়াও এআইসিসির তরফে প্রতিটি রাজ্যের জন্য থাকবেন এক বা একাধিক পর্যবেক্ষক। তবে প্ল্যান-বি কার্যকর করার আগে শেষবার রাহুলকে সভাপতি পদে বসানোর জন্য সাধ্যমত চেষ্টা করবে কংগ্রেস। রাহুল একান্তই রাজি না হলে সে ক্ষেত্রে প্ল্যান বি কার্যকর করা হবে।