চার দফা দাবিতে পুলিশের ডিজি- কে ডেপুটেশন আমরা বাঙালীর

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৯ ডিসেম্বর৷৷  গণতন্ত্র হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে আমরা বাঙালি দল৷ দলের পক্ষ থেকে চার দফা দাবিতে রাজ্য পুলিশের মহানির্দেশক এর সদর কার্যালয়ে মঙ্গলবার ও স্মারকলিপি প্রদান করা হয়েছে৷

দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো আমরা বাঙালি দলের প্রতিটি কর্মী-সমর্থকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে৷ সাংগঠনিক সভা সমাবেশ করার ক্ষেত্রে উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা করতে হবে৷ ডেপুটেশন ও মিছিল উপলক্ষে আয়োজিত জমায়েতে বক্তব্য রাখতে গিয়ে আমরা বাঙালি রাজ্য সচিব গৌরাঙ্গ পাল বলেন বিভিন্ন স্থানে সভা-সমাবেশ করতে গিয়ে আমরা বাঙালি দল আক্রমণের শিকার হচ্ছে৷

তিনি অভিযোগ করেন পুলিশের কাছ থেকে আগাম অনুমতি নিয়ে সভা করতে গিয়ে বিভিন্ন স্থানে আক্রান্ত হচ্ছেন তারা৷ মোহনপুরে এবং চরিলাম এ সভা করতে গিয়ে তারা আক্রমণের শিকার হয়েছেন বলে জানান৷শাসক দলের দুর্বৃত্তরা তাদের সভা ভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে এবং তাদের ওপর আক্রমণ চালায় শুধু তাই নয় আমরা বাঙালি দলের ফ্ল্যাগ ফেস্টুন ছিড়ে দেয় বলেও অভিযোগ করা হয়েছে৷

এ ধরনের কার্যকলাপকে গণতন্ত্র হত্যার শামিল বলে তারা অভিহিত করেছেন৷গণতান্ত্রিক ব্যবস্থায় এ ধরনের হিংসাত্মক কার্যকলাপ কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলেও দলের নেতৃবৃন্দ অভিমত ব্যক্ত করেছেন৷ মহানির্দেশক এর কাছে দাবি জানিয়েছে আমরা বাঙালি দল৷

এ ধরনের হিংসাত্মক কার্যকলাপের সংঘটিত হলে আমরা বাঙালি দল এর যোগ্য জবাব দিতে প্রস্তুত থাকবে বলেও হুঁশিয়ারি দেয়া হয়েছে৷আইন-শৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি ঘটল এর জন্য রাজ্য সরকার এবং আরও খাঁ প্রশাসনকে দায়ী থাকতে হবে বলে অভিমত ব্যক্ত করেছেন আমরা বাঙালি দলের নেতৃবৃন্দ৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?