অনলাইন ডেস্ক, ৩০ ডিসেম্বর।। করোনা নতুন স্ট্রেনে ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০-তে। এই পরিস্থিতিতে আরও ৭ দিন ব্রিটেনের সঙ্গে বিমান সংযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল ভারত। পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ট্যুইটারে বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিংহ পুরী জানান, ‘ব্রিটেনের সঙ্গে বিমান-যোগ বন্ধের মেয়াদ ২০২১ সালের ৭ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হল’। বিশ্ববাসীকে নতুন চ্যালেঞ্জের ফেলে দিয়েছে করোনার এই নতুন প্রজাতি। বহু দেশে নতুন করে শুরু হয়েছে লকডাউন। দেশে নয়া স্ট্রেনের হদিশ মিলতেই ঘুম উড়েছে কেন্দ্রেরও। কার্যত নড়েচড়ে বসে কেন্দ্রীয় সরকার।
কারণ নতুন এই স্ট্রেন ৭০% বেশি সংক্রামক। অর্থাৎ দ্রুত ছড়ায়। কম সময়ে অনেক বেশি মানুষ আক্রান্ত হতে পারেন। গত ২১ ডিসেম্বর ব্রিটেনের সঙ্গে বিমান সংযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। সেই সঙ্গে যেসব বিমান রওনা হয়ে গিয়েছিল, সেই সব বিমান ভারতে পৌঁছলে যাত্রীদের আরটি-পিসিআর টেস্ট বাধ্যতামূলক করে সরকার। এরপরই দিল্লিতে ৯, বেঙ্গালুরুতে ৭, হায়দরাবাদে ২ এবং পুণের ল্যাবে একজনের শরীরে করোনার নতুন স্ট্রেনের হদিশ মিলেছে। যদিও বিশেষজ্ঞদের দাবি, আদতে আরও বেশি সংখ্যক মানুষের শরীরেই এর উপস্থিতি থাকতে পারে। কারণ ডিসেম্বরে আলোচনা হলেও সেপ্টেম্বরে প্রথম এই স্ট্রেনের হদিশ মেলে ব্রিটেনে। তারপরও হাজারে হাজারে যাত্রী বিমানে চেপে দু’দেশের মধ্যে যাতায়াত করেছেন। ২৫ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে সংখ্যাটা ৩৩ হাজার। যা দেশবাসীর হৃদকম্প কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।