নেইমারকে নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে

অনলাইন ডেস্ক, ২৯ ডিসেম্বর।। নেইমার বরাবরই আমুদে চরিত্রের। সুযোগ পেলেই বন্ধুদের নিয়ে পার্টি আয়োজন করেন। জড়িয়ে পড়েন বিতর্কেও। এবার ব্রাজিলিয়ান তারকাকে কেন্দ্র করে নতুন বিতর্ক তৈরি হয়েছে। করোনা মহামারির এই সময়েও নেইমার বিপুল অর্থ ব্যয়ে নববর্ষের অনুষ্ঠান আয়োজন করেছেন বলে ব্রাজিলীয় গণমাধ্যমে ব্যাপক গুঞ্জন রয়েছে। যদিও নেইমারের আইনজীবীরা এই দাবি অস্বীকার করেছে। ও গ্লোবো পত্রিকার কলাম লেখক এসেলমো গোয়েস লিখেছেন, ৫০০ মানুষের জন্য রিও ডি জেনেইরোর কাছে সমুদ্রসৈকত সংলগ্ন নিজের বিলাসবহুল বাসভবনে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন পিএসজির ফরোয়ার্ড। যেটি শনিবার শুরু হয়ে চলবে নববর্ষ পর্যন্ত।

অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে বিতর্ক সৃষ্টি নেইমারের জন্য নতুন কিছু নয়। তবে এবার প্রতিবেশীদের জালাতন থেকে বাঁচতে তিনি নিজ গৃহে শব্দ রোধক যন্ত্রপাতিও বসিয়েছেন বলে খবর। মেট্রোপলস ওয়েবসাইটের কলাম লেখক লিও ডিয়াস নেইমারের ওই পার্টিতে অংশ নেয়া দুই শিল্পীর নামও বলে দিয়েছেন। এরা হলেন লুডমিল্লা এবং ওয়েসলি সাফাদাও। অনুষ্ঠানের কোনো প্রমাণ যাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেতে না পারে সে জন্য প্রবেশ পথেই কেড়ে নেয়া হয়েছে আমন্ত্রিত অতিথিদের মোবাইল ফোন। বর্তমানে কোভিড-১৯ ভাইরাসে মৃতের দিক থেকে ব্রাজিলের অবস্থান দ্বিতীয়। দেশটিতে করোনায় এ পর্যন্ত ১ লাখ ৯১ হাজার মানুষ মৃত্যুবরণ করেছে। আক্রান্ত হয়েছে ৭৪ লাখেরও বেশি।

নামকরা ইভেন্ট এজেন্সি এজেন্সিয়া ফ্যাব্রিকা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নেইমারের আবাসস্থল কস্টা ভার্ডে থেকে নববর্ষের অনুষ্ঠান আয়োজনের বিষয়ে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। এতে অবশ্য ১৫০ জনের আয়োজনের কথা বলা হয়েছিল। সেই সঙ্গে স্বাস্থ্যবিধি মানার বিষয়টিকেও গুরুত্ব দেয়া হয়েছিল। তবে এই ফুটবল তারকার অনুষ্ঠান আয়োজন কিংবা এজেন্সিয়া ফ্যাব্রিকার বিষয় অস্বীকার করেছে নেইমারের আইনজীবিরা। তারা বার্তা সংস্থা এএফপিকে জানায়, ‘না এটি ফ্যাব্রিকার কোনো ইভেন্ট হতে পারে। এর সঙ্গে নেইমারের কোনো সম্পর্ক নেই।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?