অনলাইন ডেস্ক, ৩০ ডিসেম্বর।। পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। সেই কারণে নাগাল্যান্ডকে ‘উপদ্রুত এলাকা’ হিসেবে ঘোষণা করল কেন্দ্র। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে এবার সম্পূর্ণ নাগাল্যান্ডে জারি হতে চলেছে কেন্দ্রের বিশেষ আইন ‘আফস্পা’। এর ফলে আগামী ছ’মাস নাগাল্যান্ড থাকবে সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে। দেশের সশস্ত্র বাহিনীকে বিশেষ ক্ষমতা প্রদানকারী ১৯৫৮ সালের এই বিশেষ আইনের কথা উল্লেখ্য করে এদিন কেন্দ্র বলেছে, ‘গোটা নাগাল্যান্ডের যা উদ্বেগজনক ও ভয়ঙ্কর পরিস্থিতি, তাতে বিশেষ আইন প্রয়োগ করে সেখানে সশস্ত্র বাহিনী নামানো ছাড়া আর উপায় নেই। সেখানকার বাসিন্দাদের স্বার্থেই এই পদক্ষেপ জরুরী’। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, স্থানীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলির তৎপরতা যেভাবে বাড়ছে নাগাল্যান্ডে তাতে এই সিদ্ধান্ত নেওয়ার দরকার ছিল।