স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৯ ডিসেম্বর।। লমন্ত্রিসভার বৈঠকে সরকারের স্পনসর করা বিভিন্ন প্রকল্পে ব্যাঙ্ক থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নেওয়ার ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটি মুকুব করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ আজ সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রিসভার বৈঠকের এই সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷
তিনি আরও জানান, সরকার স্পনসর বিভিন্ন প্রকল্প যেমন কে সি সি, পি এম কিষাণ, স্বসহায়ক দল, প্রধানমন্ত্রী এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম, স্বাবলম্বন, প্রধানমন্ত্রী স্ট্রিট ভেণ্ডর আত্মনির্ভর নিধি, প্রধানমন্ত্রী আবাস যোজনা, মুখ্যমন্ত্রী স্বনির্ভর যোজনা, চিফ মিনিস্টার বি এড অনুপ্রেরণা যোজনা, ডেয়ারি শিল্প উন্নয়ন ইত্যাদি প্রকল্পে ব্যাঙ্ক থেকে ঋণ নিতে গেলে ঋণ গ্রহীতাকে ১০ টাকার বা ৫০ টাকার স্ট্যাম্প ডিউটি দিতে হতো৷
আজকের মন্ত্রিসভার সিদ্ধান্তের ফলে এখন থেকে সরকারের স্পনসর করা উক্ত প্রকল্পগুলিতে ব্যাঙ্ক থেকে ঋণ পাওয়ার ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটির প্রয়োজন হবে না৷ তিনি জানান, গত ২০১৯-২০ অর্থবর্ষে এই প্রকল্পগুলিতে মোট ২ লক্ষ ২১ হাজার জন ঋণ নিয়েছেন৷ সেক্ষেত্রে কাউকে ১০ টাকা বা ৫০ টাকার স্ট্যাম্প ডিউটি দিতে হয়েছে৷ এই স্ট্যাম্প ডিউটি ছিলো রাজ্য সরকারের আয়ের একটা উৎস৷
আজ মন্ত্রিসভার বৈঠকে স্ট্যাম্প ডিউটি মুকুব করার সিদ্ধান্তের ফলে গত বছরের হিসেবে অনুসারে রাজ্য সরকারের বছরে প্রায় ৬০ লক্ষ ৯০ হাজার টাকা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে জেনেও আত্মনির্ভর ত্রিপুরা গড়ার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তাছাড়াও আজ মন্ত্রিসভার বৈঠকে সরকারি দপ্তরে নিয়োগের ক্ষেত্রে যে নতুন নিয়োগ নীতি রয়েছে তাতে একটি নতুন ধারা সংযোজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
এই ধারা অনুসারে এখন থেকে চাকরি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আবশ্যিক যোগ্যতা হিসেবে বাংলা বা ককবরক ভাষায় জ্ঞান থাকতে হবে৷ এরজন্য মৌখিক বা লিখিত পরীক্ষায় কিছু নম্বর রাখা হবে।